নিজস্ব প্রতিবেদন: UEFA Champions League জয় চেলসির। টানটান ম্যাচে Manchester সিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে দিল Chelsea।
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের গোল খাওয়াল Chelsea।
Goal করেন Kai Havertz। খেলার ৪২ মিনিটের মাথায় গোল করেন তিনি। Chelsea আক্রমণ শুরু করলেও তেমন জায়গা করে উঠতে পারে না।
মেসন মাউন্টের পাস করা বল নিয়ে এগিয়ে যান কাই হাভার্টজ (Kai Havertz)।
টিমো ওয়ার্নার (Timo Werner) পায়ে সুযোগ এলেও গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি।
৯ বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগ চেলসির হাতে। হতাশ ম্যাঞ্চেস্টার সমর্থকরা।