Unified Pension Scheme features and benefit: নতুন এই পেনশন স্কিমে রয়েছে ৫টি সুবিধা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন পেনশন স্কিম, ইউনিফায়েড পেনশন স্কিম। ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় থাকা সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় আসবেন। এই স্কিমের আওতায় অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নানান সুবিধা পেতে চলেছেন।
ইউপিএসের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের আগের ১২ মাস থেকে তাঁদের গড় বেতনের ৫০% পাবেন। কমপক্ষে ২৫ বছর চাকরি করার পরই একজন এই স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
যে সকল কর্মচারী ১০ বছরের বেশি কিন্তু ২৫ বছরের কম সময় ধরে চাকরি করেছেন, তারা সেই অনুপাতের ভিত্তিতে পেনশন পাবেন।
নয়া এই পেনশন প্রকল্পে কমপক্ষে ১০ বছর চাকরি করার পর কেউ যদি অবসর নেন, তাহলে সেই সব কর্মীরা প্রতি মাসে ন্যূনতম ১০,০০০ টাকা করে নিশ্চিত পেনশন পাবেন।
কোনও কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে, মোট পেনশন পরিমাণের ৬০% তাঁর পরিবার পারিবারিক পেনশন হিসাবে পাবেন।
প্রত্যেক কেন্দ্রীয় সরকারি কর্মী যাতে অবসর গ্রহণের পরে আর্থিকভাবে সুরক্ষিত থাকেন, এই প্রকল্প তা নিশ্চিত করে।