PHOTOS

Uorfi Javed: আর কাপড়ের আবডাল নয়, বিকিনি খুলে হলুদ চিঠি উরফির

Advertisement
1/5
বিকিনির একদিক সম্পূর্ণ উন্মুক্ত
বিকিনির একদিক সম্পূর্ণ উন্মুক্ত

ফ্যাশনের সব সীমা পার করে ফেলেছেন উরফি। এবার তাঁর সাম্প্রতিকতম ছবিতে হট অবতারে ধরা দিয়েছেন ত্নি। ট্যুটারে পোস্ট করা একটি ছবিতে বিকিনি পরে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি বিকিনির একটি সম্পুর্ন উন্মুক্ত করে রেখেছেন তিনি। ছবিতে সেই দিকে একটি হার্ট ইমোজি লজ্জা নিবারণ করেছেন উরফি।  

2/5
কিউই দিয়ে তৈরি বিকিনি
কিউই দিয়ে তৈরি বিকিনি

আগের দিন কিউই ফল দিয়ে বিকিনি বানিয়ে পরেন উরফি। সেই ছবিদেখে উত্তাল হয় নেটদুনিয়া। 

3/5
কালো ট্রাউজার্স
কালো ট্রাউজার্স

উরফি সোশ্যাল মিডিয়ায় কিউইদের তৈরি একটি ব্র্যালেট পরা একটি নতুন ভিডিও শেয়ার করেছেন এবং তিনি তিনি কালো ট্রাউজার্সের সঙ্গে নিজের লুক সম্পূর্ণ করেছেন। তার ভক্তদের জিজ্ঞাসা করে, তিনি ক্যাপশনে লিখেছেন, 'আন্দাজ করুন এই টপটি কী দিয়ে তৈরি?'

4/5
'ভেগান ফ্যাশন'
'ভেগান ফ্যাশন'

যদিও কেউ কেউ তার সৃজনশীল পছন্দের প্রশংসা করেছেন, অন্যরা তাকে খাদ্য সামগ্রী নষ্ট করার অভিযোগে ট্রোল করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'সৃজনশীলতার রানী,' অন্য একজন মন্তব্য করেছেন, 'আপনি কি মনে করেন এটি সৃজনশীল..না...এটি সবথেকে খারাপ বকওয়াস।' একজন তাঁর পোশাককে 'ভেগান ফ্যাশন' বলে অভিহিত করেছেন।

5/5
উরফির সবথেকে উদ্ভট পোশাক
উরফির সবথেকে উদ্ভট পোশাক

মুম্বইয়ের একটি স্টোরের লঞ্চে, উরফি সবথেকে উদ্ভট পোশাকগুলির মধ্যে একটি পরে এসেছিলেন। তিনি অলঙ্করণ হিসাবে ঝুলন্ত শিকল সহ একটি বেল্টযুক্ত ব্রালেট পরেন। কালো পোষাকটি দর্শকদের স্তম্ভিত করেছিল কারণ এটি তার শালীনতাকে সম্পূর্ণভাবে ঢেকে রাখতে পারেনি।





Read More