PHOTOS

UPSC পরীক্ষায় ফের বিরাট সাফল্য, রাজ্যের কোচিংয়ে মেধা তালিকায় নাম পারমিতা-রাজদীপদের...

Mamata Banerjee: 'আমাদের সত্যেন্দ্র নাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার থেকে কোচিং সহায়তা পাওয়ার পরে পশ্চিমবঙ্গ থেকে ২০২৪ সালে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উজ্জ্বল ফলাফল অর্জনকারী প্রার্থীদের অভিনন্দন এবং শুভেচ্ছা। ফলাফল সবেমাত্র প্রকাশিত হয়েছে।'

Advertisement
1/6
ইউপিএসসি-র ফল প্রকাশ
ইউপিএসসি-র ফল প্রকাশ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় এবারে উত্তীর্ণ হয়েছে ১০০৯ জন। তাদের মধ্যে বাংলার সংখ্যাটাও কম নয়। বিশেষ করে রাজ্যের সত্যেন্দ্রনাথ ঠাকুর স্টাডি সেন্টার থেকে তালিম নিয়ে পাশ করেছেন অনেকেই। 

2/6
ইউপিএসসি-র ফল প্রকাশ

এদিন তাদেরই শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'আমাদের সত্যেন্দ্র নাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার থেকে কোচিং সহায়তা পাওয়ার পরে পশ্চিমবঙ্গ থেকে ২০২৪ সালে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উজ্জ্বল ফলাফল অর্জনকারী প্রার্থীদের অভিনন্দন এবং শুভেচ্ছা। ফলাফল সবেমাত্র প্রকাশিত হয়েছে।'

3/6
ইউপিএসসি-র ফল প্রকাশ
ইউপিএসসি-র ফল প্রকাশ

নাম প্রকাশ করেন মমতা। লেখেন, মেঘনা চক্রবর্তী (৯), সাহারস কুমার (১৫৩), পরমিতা মালাকার (৪৭৭), রাজদীপ ঘোষ (৭৮৯) এবং প্রবীন কুমার (৮৩৭) আমাদের রাজ্য সরকারী কোচিং পেয়েছেন এবং আমাদের জন্য চিত্তাকর্ষক র‌্যাঙ্কগুলি পেয়ে আমাদের জন্য লরেলস নিয়ে এসেছেন। তারা এখন আইএএস/ আইপিএস/ অন্যান্য শীর্ষ পরিষেবাগুলিতে প্রবেশ করতে পারে।

4/6
ইউপিএসসি-র ফল প্রকাশ
ইউপিএসসি-র ফল প্রকাশ

পশ্চিমবঙ্গ থেকে আরও অনেকে আছেন যারা অল-ইন্ডিয়া পরীক্ষাগুলি ক্র্যাক করতে সফল হয়েছেন এবং একইভাবে এখন এপেক্স পরিষেবাদিতে প্রবেশ করা উচিত। এই পরাস্তদের জন্য কুডোস ছেলে ও মেয়েরা। পশ্চিমবঙ্গ সরকার আপনার সঙ্গে আছে!

5/6
ইউপিএসসি-র ফল প্রকাশ
ইউপিএসসি-র ফল প্রকাশ

প্রসঙ্গত, এবারের ইউপিএসসি পরীক্ষায় প্রথম হয়েছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের শক্তি দুবে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি নিয়ে স্নাতক উত্তীর্ণ হন এবং ২০১৮ সাল থেকে তিনি সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করেন। 

6/6
ইউপিএসসি-র ফল প্রকাশ
ইউপিএসসি-র ফল প্রকাশ

দ্বিতীয় স্থানে হর্ষিতা গোয়েল। তৃতীয় স্থানাধিকারী ডোংরে অর্চিত পরাগ। চতুর্থ হয়েছেন শাহ মার্গী চিরাগ। পঞ্চম স্থানে আছেন আকাশ গর্গ। ষষ্ঠ স্থানে আছেন কোমল পুনিয়া। সপ্তম হয়েছেন সারা দেশে আয়ুষী বনসল। অষ্টম স্থানাধিকারী রাজকৃষ্ণ ঝা। নবম স্থানাধিকারী আদিত্য বিক্রম আগরওয়াল। দশম স্থানে আছেন মায়াঙ্ক ত্রিপাঠী। 





Read More