PHOTOS

Urfi Javed: সকালে বিবস্ত্র, বিকালে নয়া বোমা ফাটালেন উর্ফি

Advertisement
1/6
বিস্ফোরক উর্ফি
বিস্ফোরক উর্ফি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বৃহস্পতিবার সকাল সকালই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছেন উর্ফি জাভেদ।

 

2/6
বিস্ফোরক উর্ফি
বিস্ফোরক উর্ফি

ফের একবার পোশাকের কারণে ভাইরাল উর্ফি। এবার তিনি ঠিকঠাক পোশাকই পরেননি।

 

3/6
বিস্ফোরক উর্ফি
বিস্ফোরক উর্ফি

ছবিতে উর্ফির পরনে জিন্সের প্যান্ট। তবে তিনি উন্মুক্ত রেখেছেন শরীরের উর্ধ্বাঙ্গ। বক্ষযুগল ঢেকেছেন চুল দিয়ে।

 

4/6
বিস্ফোরক উর্ফি
বিস্ফোরক উর্ফি

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করার পরই ধেয়ে আসে একের পর এক কুমন্তব্য। এবার সেই কুমন্তব্য নিয়েই সরব উর্ফি।

 

5/6
বিস্ফোরক উর্ফি
বিস্ফোরক উর্ফি

সোশ্যাল মিডিয়ায় উর্ফি লিখেছেন যে, আমাদের দেশে কোনও সাইবার ল নেই। যত অভিযোগ জমা পড়ে, সেদিকে পুলিস-সাইবার সেল কেউই কোনও নজর দেয় না। অনলাইনে সরাসরিই মানুষ অপমান করে, ধর্ষণের হুমকি দেয়, কেউ কিছু করে না।

 

6/6
বিস্ফোরক উর্ফি
বিস্ফোরক উর্ফি

উর্ফি জানান যে সবাই তাঁকে কেন এই বিষয়গুলি উপেক্ষা করতে বলে, তা তাঁর বোঝার উর্ধ্বে। উর্ফি লেখেন যে, যদি আপনি রাজনীতিবিদ বা ক্ষমতাশালী হন তাহলেই পুলিস তাঁর অভিযোগের বিরুদ্ধে তাড়াতাড়ি অ্যাকশন নেন। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরাই সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে।  

 





Read More