PHOTOS

Urfi Javed Photo: হলিউডের স্টারের সঙ্গে প্রেম করছেন! ফের বোমা ফাটালেন উর্ফি

Advertisement
1/6
বিতর্কিত উর্ফি
বিতর্কিত উর্ফি

নিজস্ব প্রতিবেদন: বিতর্কের অন্য নাম উর্ফি জাভেদ। বারবার খবরের শিরোনামে উঠে আসেন বিগবস ওটিটি খ্যাত এই মডেল অভিনেতা।

 

2/6
ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবন

বেশিরভাগ সময়ের তাঁর ফ্যাশন সেন্স ও বোল্ড পোশাকের জন্যই খবরের শিরোনামে থাকেন তিনি। তবে এবার পোশাক নয়, নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বোমা ফাটালেন তিনি 

 

3/6
কাস্টিং কাউচ
কাস্টিং কাউচ

কিছুদিন আগেই কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন উর্ফি। তিনি বলেছিলেন, বলিউডের নামী দামী ব্যক্তিরাও রয়েছে তার অভিযোগের নিশানায়। এবার নিজের বয়ফ্রেন্ড নিয়ে মুখ খোলেন তিনি।

 

4/6
প্রেমে পড়েছেন উর্ফি
প্রেমে পড়েছেন উর্ফি

হলিউডের স্টারের সঙ্গে প্রেম করছেন উর্ফি। তাঁর কথায় সেরকমই ইঙ্গিত পাওয়া যায়। 

 

5/6
প্রেম স্বীকার
প্রেম স্বীকার

সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একটি প্রশ্ন উত্তর সেশন করেন তিনি। সেখানেই একজন তাঁকে তাঁর প্রেমিক সম্পর্কে জানতে চান। উর্ফি বলেন, তিনি পর্দার ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে প্রেম করছেন, তিনি ক্রিস ইভান্সের প্রেমে পড়েছেন।

 

6/6
হাস্যরস
হাস্যরস

পরে অবশ্য বোঝা  যায়, সবটাই তিনি মজার ছলে বলছেন। তিনি বলেন, কেউ যদি ক্রিসকে চেনেন তাহলে যেন তাঁকে বলেন যে তাঁর গার্লফ্রেন্ড উর্ফিকে যেন ফোন করে।





Read More