PHOTOS

Urvashi Rautela: মুম্বইয়ের অ্যাপার্টমেন্টের থেকেও বেশি দাম! ঊর্বশীর জন্মদিনে সোনার কেক!

Urvashi Rautela: ২৫ ফেব্রুয়ারি ছিল অভিনেত্রী ঊর্বশী রাউতেলার ৩০তম জন্মদিন। প্রতিবছরের মতোই এই বছরেও জন্মদিনে অন্য চমক দিলেন অভিনেত্রী। সোনার কেক কাটলেন নায়িকা। যে কেকের মূল্য মুম্বইয়ের যেকোনও অ্যাপার্টমেন্টের থেকে বেশি। 

Advertisement
1/7
জন্মদিনে সোনার কেক
জন্মদিনে সোনার কেক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের সবচেয়ে আলোচিত ও সমালোচিত তারকাদের মধ্যে উর্বশী রাওতেলা অন্যতম। এবার জন্মদিনে সোনা দিয়ে তৈরি কেক কেটে যেমন এলেন আলোচনায়, তেমনি পড়লেন সমালোচনার মুখেও। 

 

2/7
জন্মদিনে সোনার কেক
জন্মদিনে সোনার কেক

২৫ ফেব্রুয়ারি অভিনেত্রীর ৩০তম জন্মদিন। আর বিশেষ দিনটি উদযাপন করতে সোনায় মোড়ানো কেক কাটলেন ঊর্বশী! 

 

3/7
জন্মদিনে সোনার কেক
জন্মদিনে সোনার কেক

কেক কাটার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। সম্প্রতি শুটিংফ্লোরে নিজের জন্মদিন পালন করেন অভিনেত্রী। 

 

4/7
জন্মদিনে সোনার কেক
জন্মদিনে সোনার কেক

জনপ্রিয় গায়ক হানি সিংয়ের সঙ্গে শ্যুটিং করছিলেন অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছেন, হানিই তাঁর জন্য এই বিশেষ কেকটির আয়োজন করেন।

 

5/7
জন্মদিনে সোনার কেক
জন্মদিনে সোনার কেক

জানা যায় যে কেকটি ২৪ ক্যারাট সোনার তবক দিয়ে মোড়া। কেকের দাম ৩ কোটি। 

 

6/7
জন্মদিনে সোনার কেক
জন্মদিনে সোনার কেক

হানির সঙ্গে কেক কাটার ছবি পোস্ট করে ঊর্বশী লেখেন, ‘লভ ডোজ ২’-এর শুটিং ফ্লোরে জন্মদিন পালনের মুহূর্ত। হানি, আমার সফরে পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমার জন্য তোমার অক্লান্ত পরিশ্রম এবং ভাবনা আমার ক্যারিয়ারে একটা অন্য অধ্যায়ের সূচনা করেছে।তোমার প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর জন্য কোনও শব্দই যথেষ্ট নয়।’

 

7/7
জন্মদিনে সোনার কেক
জন্মদিনে সোনার কেক

এদিকে সোনার কেক কেটে জন্মদিন পালন করলেও, সামাজিক মাধ্যমে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী। অনেকেই তাঁর সমালোচনা করেন। এমনকী তাঁর যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। 





Read More