PHOTOS

Uthan Ekadashi 2024: শিব আজ থেকে 'লিভে', ৪ মাস পরে ব্রহ্মাণ্ডকাজে জয়েন করছেন শ্রীবিষ্ণু! জানুন উত্থান একাদশীর আশ্চর্য মহিমা...

Dev Uthani Ekadashi 2024: এতদিন জগৎকার্য দেখছিলেন শিব। বিষ্ণু জেগে উঠতেই দেবাদিদেব এবার অব্য়াহতি নিলেন। এই হল দেবোত্থান একাদশী।

Advertisement
1/6
কার্তিকের দ্বিতীয় একাদশী
কার্তিকের দ্বিতীয় একাদশী

উত্থান একাদশীর একাধিক নাম-- প্রবোধিনী একাদশী, দেবোত্থানী একাদশী, উত্তরা একাদশী, হরিবোধিনী একাদশী। এটি কার্তিক মাসের দ্বিতীয় একাদশী। 

2/6
মুক্তিলাভ
মুক্তিলাভ

কথিত আছে, যিনি প্রবোধিনী (ভগবান যোগনিদ্রা থেকে উঠলে) একাদশীর উপবাস করেন, তিনি আর মাতৃগর্ভে প্রবেশ করেন না, মানে, তিনি আর এই জন্মমৃত্যু চক্রে আবর্তিত হয় না!

3/6
মহাপুণ্য
মহাপুণ্য

বিশ্বাস, উত্থান একাদশীর উপবাস করলে সুমেরু পর্বতের সমান পাপ থাকলেও তা মুছে যায়। যখন কেউ এই উত্থান একাদশীর উপবাস কঠোরভাবে পালন করেন তখন তাঁর পূর্বপুরুষরা স্বর্গে যান, তাঁরা আধ্যাত্মিক দেহ লাভ করেন এবং বিষ্ণুলোকে চলে যান।

4/6
শ্রীহরির মহিমা
শ্রীহরির মহিমা

এছাড়াও যে কেউ উত্থানি একাদশীতে শ্রীহরির মহিমা জপ করেন, পাঠ করেন বা শ্রবণ করেন, তিনি ব্রাহ্মণকে শত শত গরু দান করার সমান সুফল পান। 

5/6
ব্রহ্মাও
ব্রহ্মাও

ভগবান ব্রহ্মাও এই একাদশীকে পাপমোচনকারী বলে বর্ণনা করেছেন।

6/6
স্কন্দপুরাণে
স্কন্দপুরাণে

যিনি এই একাদশীতে ভগবান হরির লীলাকীর্তন করেন, তাঁর নাম জপ করেন তিনি মহা পুণ্য লাভ করেন। মূলত স্কন্দপুরাণেই উত্থান একাদশীর সমস্ত মহিমা লিখিত।





Read More