খুব শীঘ্রই শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। এটিই হবে কাশ্মীরে চলাচলকারী প্রথম সেমি হাইস্পিড ট্রেন। ট্রেনটি চালাবে নর্দান রেল।
ইতিমধ্যেই ওই রুটে ট্রায়াল রান শেষ করেছে বন্দে ভারত। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এটি যাত্রী পরিবহন শুরু করবে। কিন্তু কবে?
উত্তর রেলের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ দিনের মধ্যে এটি যাত্রা শুরু করবে।
কাটরা থেকে শ্রীনগর বন্দে ভারতের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনওপর্যন্ত এমনটাই খবর।
এই রুটের ভাড়া কেমন হবে? জানা যাচ্ছে, এসি চেয়ার কারে কাটরা থেকে শ্রীনগরে ভাড়া হতে পারে ১৫০০-১৬০০ টাকা। একজিকিউটিভ চেয়ার কারে ভাড়া হতে পারে ২২০০ থেকে ২৫০০ টাকা।