PHOTOS

Varun Dhawan: 'বিয়ের পর সব বদলে যায়', বরুণের সঙ্গে সহমত পোষণ নীতু কাপুর, অনিল কাপুরের

Advertisement
1/5
বিয়ের পর সব বদলে যায়?
বিয়ের পর সব বদলে যায়?

নিজস্ব প্রতিবেদন: স্ত্রী নাতাশা দালালের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছেন বরুণ ধাওয়ান। ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা সকলে এই দিন আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন, ধন্যবাদ। কিন্তু আমি আরও একবার আপনাদের আশীর্বাদ চাই। কারণ বিয়ের পর সব বদলে যায়।’

 

2/5
বিয়ের পর সব বদলে যায়?
বিয়ের পর সব বদলে যায়?

প্রয়াত স্বামী ঋষি কাপুরের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করে নীতু লিখেছেন, ‘আমার তো বিয়ের পর সব বদলে গিয়েছিল। আমার হৃদয়ে তুমি থাকবে সর্বদা।’

 

3/5
বিয়ের পর সব বদলে যায়?
বিয়ের পর সব বদলে যায়?

৩৭ বছর আগে সুনীতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনিল কাপুর। বিয়ের ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'তুমি আমাদের কাছে আশীর্বাদের মতো এসেছ। এখন আমার অন্য পরিবারের আশীর্বাদের প্রয়োজন এক নতুন যাত্রা শুরু করার জন্য,কারণ বিয়ের পর সব বদলে যায়।'

 

4/5
বিয়ের পর সব বদলে যায়?
বিয়ের পর সব বদলে যায়?

মণীশ পল স্ত্রী সংযুক্তা পলের সঙ্গে তাঁর বিয়ের ছবি শেয়ার করেছেন। তিনিও এই বিষয়ে একমত। আসলে সবটাই রাজ মেহতা পরিচালিত ‘যুগ যুগ জিও’-র প্রচার। এই ছবিতে ​​অভিনয় করেছেন নীতু কাপুর, অনিল কাপুর, বরুণ ধাওয়ান, মনীশ পল এবং কিয়ারা আদবানী। ২৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

 

5/5
বিয়ের পর সব বদলে যায়?
বিয়ের পর সব বদলে যায়?

কিয়ারা, এই ছবির অবিবাহিত সদস্য।বাবা মায়ের বিয়ের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘এখানে আমার বাবা-মায়ের আমার প্রিয় ছবিগুলির মধ্যে একটি। আমি সর্বদা নিখুঁত বিয়ের জন্য তাঁদের দিকে তাকিয়ে থাকি'। কিয়ারা প্রশ্ন তুলেছেন সত্যিই কী বিয়ের পর সব বদলে যায়?’





Read More