PHOTOS

Vastu Tips: বাড়িতে তুলসি গাছের পাশে এই জিনিস রাখেননি তো? ঘনাতে পারে দুর্ভোগ

Advertisement
1/5
তুলসি গাছের পুজো বিধি
তুলসি গাছের পুজো বিধি

মনে করা হয় তুলসি গাছে স্বয়ং লক্ষ্মী ও নারায়ণের বাস। সেই কারণে তুলসি গাছকে গৃহস্থ বাড়িতে রেখে প্রতিদিন এর পুজো করার বিধি আছে শাস্ত্রে। তবে বাড়িতে মা তুলসির পাশে রাখবেন না কিছু জিনিস। এতে রুষ্ট হন মা লক্ষ্মী।  যেমন তুলসি গাছের পাশে কখনও ডাস্টবিন রাখতে নেই।  

2/5
তুলসি গাছের পুজো বিধি
তুলসি গাছের পুজো বিধি

তুলসি গাছের পাশে কখনওই জুতো রাখা উচিত নয় তিনি দেবী লক্ষ্মীর রূপ। তাই এই গাছের পাশে জুতো রাখতে লক্ষ্মী অপমানিত হন। জুতোকে রাহুর প্রতীক ধরা হয়। যা ঘরের সুখ-শান্তি কেড়ে নিতে পারে।  

3/5
তুলসি গাছের পুজো বিধি
তুলসি গাছের পুজো বিধি

তুলসির পাশে রাখে না ক্যাকটাস গাছও। তাহলে ঘরে নেতিবাচক শক্তি বাড়তে শুরু করে। কাঁটা গাছ ছাড়াও গোলাপ গাছের সঙ্গেও তুলসি গাছ রাখবেন না। এই গাছ একসঙ্গে থাকলে বাড়ির সদস্যদের মধ্যে মতভেদ, বিবাদ, ঝগড়া বাঁধতে পারে।  

4/5
তুলসি গাছের পুজো বিধি
তুলসি গাছের পুজো বিধি

তুলসি গাছে কখনও শিবলিঙ্গ রাখতে নেই। পৌরানিক কাহিনী অনুযায়ী,পূর্বজন্মে তুলসির নাম বৃন্দা ছিল। অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা। জলন্ধরের বধ করেছিলেন। তাই তুলসি এবং শিবকে একসঙ্গে রাখা হয় না। 

5/5
তুলসি গাছের পুজো বিধি
তুলসি গাছের পুজো বিধি

সংখ্যা অনুযায়ী তুলসি গাছ লাগাতে হবে, একটি অথবা তিনটি অথবা পাঁচটি তুলসি গাছ লাগালে আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আর মূল দরজার আশেপাশে কখনওই তুলসি গাছ লাগানো উচিত নয়। 

 (Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এর বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে জি ২৪ ঘণ্টার কোনও দায় নেই।)




Read More