সবচেয়ে শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় শুক্রগ্রহকে। রাশিতে শুক্রের অবস্থান ঠিক থাকলে জাতকের জীবন সুখ সাচ্ছন্দে ভরে যায়। অর্থ-সাফল্যের বর্ষা হয়। এমনটাই মনে করে জ্যোতিষীরা। শুক্রের উদয় হচ্ছে মীন রাশিতে। এর ফলে কয়েকটি রাশির জাতকরা শুক্রের আশীর্বাদ পেতে চলেছেন।
শুক্রের গোচরের জন্য ৩টি রাশির জাতকরা তাদের কর্মজীবন এবং প্রেম, বৈবাহিক জীবনে খুব ভালো খবর পেতে পারেন। নতুন চাকরি হতে পারে। ব্যবসায় বিশাল সাফল্য আসতে পারে। কাদের জীবন পাল্টে যেতে চলেছে শুক্রের গোচরের কারণে?
কাজের জায়গায় বড়সড় সাফল্য পাবেন। বেতন বাড়তে পারে, প্রমোশন হতে পারে। ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা হঠাত্ বিপুল লাভ পেতে পারেন। কিন্তু নতুন কোনও ব্যবসার শুরু হতে পারে। শুক্রের শুভ প্রভাবের কারণে আপনার প্রেম জীবন দুর্দান্ত হবে।
পারিবারিক সম্পর্ক খুব ভালো হবে। সন্তানের ভাগ্য শুভ হবে। অবিবাহিতের জীবনে নতুন কেউ আসতে পারে। আয়ের দরজা খুলে যেতে পারে। আইনি ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন। সম্পত্তি কিনতে পারেন। সামাজিক সম্মান বাড়বে। কাজের জায়গায় আপনার ঈর্যনীয় সাফল্য আসবে।
পরিবারের সবার সঙ্গে সম্পর্ক ভালো হবে। বিয়ের যোগ রয়েছে। সম্পত্তি কেনার যোগ আছে। আয়ের রাস্তা খুলবে। মানসিক শক্তি তুঙ্গে থাকবে। সন্তানের কাছ থেকে ভালো খবর পাবেন। পড়ে থাকা কাজ হয়ে যাবে। আইনি জট খুলে যাবে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)