বিগত দু-তিন দিন কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা। আজ রশুমের শীতলতম দিন। তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রির নিচে। তাপমাত্রা কমেছে দিল্লি-সহ বেশকিছু শহরেরও। কেউ যদি বলে জমে বরফ হয়ে যাচ্ছি তা হলে খুব একটা ভুল নেই তাতে।
কিন্তু তাই বলে কলকাতা শহরে বরফ পড়ছে! এমন দৃশ্যও দেখা যায়? অসম্ভবকে সম্ভব করেছেন অংশুমান চৌধুরীর নামে একজন শিল্পী। আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স ব্যবহার করে ডিজিটাল তুলির টানে তিলোত্তমাকে সাদা চাদরে ঢাকলেন তিনি।
আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ব্যবহার করে নিখুঁত। শিল্পকর্ম করেছেন তিনি। শুধু কলকাতা নয় দিল্লির বিখ্যাত ইন্ডিয়া গেট এবং পুরানো দিল্লির গলিতে একটি পুরানো গেটকে পরাবাস্তব নিয়ে গিয়েছেন তিনি। বরফে ঢাকা দুটি ছবি দেখে মনে হয় যেন সিনেমার দৃশ্য।
নিজের পোস্টে অংশুমান চৌধুরী লিখেছেন, ‘ ভারি তুষারপাতের সময় নতুন ও পুরনো দিল্লি কেমন হবে? সব সময় ভাবতাম। আর এখন এআই আমাকে এটা দেখতে সাহায্য করেছে।'
কলকাতায় তুষারপাতের ছবিও শেয়ার করেছেন শিল্পী। ছবিতে দেখা যাচ্ছে, তুষারে ঢেকে আছে হাওড়া ব্রিজ, ট্রাম। বুধবার ছবিগুলি পোস্ট করার পর থেকেই রীতিমতো ভাইরাল
ছবি দেখে টুইটারে এক নেটিজেন লিখেছেন, ‘দিল্লির রোমান্টিক সত্ত্বা প্রকট।' বলাই বাহুল্য, ছবিগুলো দেখতে একেবারে স্বপ্নের মতো।
ভারতজুড়ে তাণ্ডব চালাচ্ছে তীব্র শীত। কনকনে ঠাণ্ডায় হাড় হিম হওয়ার জোগাড়।
শীতের সকালে চায়ের কাপ হাতে নিয়ে এইসব ছবি দেখতে দেখতে হেসে গড়িয়ে পড়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কলকাতায় তুষারপাতের কাল্পনিক সব ছবি।