PHOTOS

স্বামীর পরকীয়া ঠেকাতে প্রতিবেশীকে স্ত্রীর চিঠি, “আমার স্বামীর শয্যাসঙ্গী হওয়া বন্ধ কর”

Advertisement
1/8
Photo_1
Photo_1

স্বামীর পরকীয়ার প্রতিকার করতে অভিনব উদ্যোগ স্ত্রীর। 

2/8
Photo_7
Photo_7

স্বামীর শয্যাসঙ্গীকে চিঠি লিখলেন স্ত্রী। আর সেটা রেখে এলেন তাঁর বাড়ির দরজার সামনে। 

3/8
Photo_6
Photo_6

সোশ্যাল মিডিয়ায় ওই চিঠির বয়ান পোস্ট হতেই তা ভাইরাল। কী লেখা সেই চিঠি-তে?

4/8
Photo_5
Photo_5

নাতি-দীর্ঘ ওই চিঠিতে শুধু এটাই লেখা- আমার স্বামীর শয্যাসঙ্গী হওয়া বন্ধ কর।

5/8
Photo_4
Photo_4

এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডের বার্মিংহামে।

6/8
Photo_3
Photo_3

প্রসঙ্গত, পরকীয়া রানির দেশে খুবই সাধারণ একটি বিষয়! বার্মিংহাম লাইভ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাজার হাজার বার্মিংহামবাসী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত।  

7/8
Photo_2
Photo_2

এই শহরের ৩৪ হাজার মানুষের ডেটিং সাইটে অ্যাকাউন্ট রয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের নিরিখে বার্মিংহাম ইংল্যান্ডের প্রথম সারির শহরগুলোর মধ্যে না পরলেও খুব পিছিয়েও নেই।  

8/8
Photo_1
Photo_1

তবে বার্মিংহামের ওই মহিলার এই চিঠি শহরের সামগ্রিক ছবিটা পাল্টে দিতে পারে বলে মত নেটিজেনদের। এই পোস্টটি দেখার পর অনেকে লিখেছেল, “আমার দেখা সবথেকে বিনয়ী অনুরোধ”। 





Read More