PIC | Virat Kohli: তাঁর উইকেট ছিটকে দেন কামিন্স। চারে নেমেছিলেন কোহলি। তিনি নামতেই যশস্বী ফিরে যান। দুই ব্য়াটারের ভুল বোঝাবুঝিতে যশস্বীকে ৮২ রানেই ফিরতে হল, যশস্বী ছুটে এসেছিলেন এক রান নেওয়ার জন্য়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফল এখন ১-১। আর সেই ম্যাচেই ৮৬ বলে ৩৬ রানে আউট হন বিরাট কোহলি।
প্রথম দিনের স্টাম্পসের পর ভারত সাময়িক ভাবে স্থিতিশীল হলেও, দ্বিতীয় দিনের শেষে ভারত আবার আইসিইউ-তে!
ভারত প্রথম তিন টেস্টে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলকে দিয়ে ওপেন করিয়েছিল। যশস্বীকে সঙ্গ দিতে এসে কেএল রাহুল তিনে নেমে ২৪ রান করে আউট হয়ে যান।
তাঁর উইকেট ছিটকে দেন কামিন্স। চারে নেমেছিলেন কোহলি। তিনি নামতেই যশস্বী ফিরে যান। দুই ব্য়াটারের ভুল বোঝাবুঝিতে যশস্বীকে ৮২ রানেই ফিরতে হল, যশস্বী ছুটে এসেছিলেন এক রান নেওয়ার জন্য়। কিন্তু কোহলি দাঁড়িয়েই থেকেছিলেন। কোহলিও এরপর আউট হন ৩৬ রানে। পাঁচে নেমে আকাশ দীপও আউট হন কোনও রান যোগ না করেই!
এই রকম পরিস্থিতিতে যখন কোহলি আউট হয়ে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন। সেই সময় অস্ট্রেলিয়ান ফ্যান্সরা যাচ্ছে তাইভাবে বিরাটকে অপমান করতে শুরু করে।
পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়। মাঠের নিরাপত্তারক্ষীদের আসতে হয় বিরাটকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য। একেই অস্ট্রেলিয়ান মিডিয়ার একের পর এক তোপ তার উপর চলতি টেস্টে জায়গা ধরে রাখা। সব মিলিয়ে চাপের মুখে ভারতীয় ক্রিকেট দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে গেলে চলতি টেস্ট ও সিরিজের পঞ্চম টেস্ট হারলে চলবে না। ভারত একটি ড্র করতে পারে। তবে হার কিছুতেই নয়। ভারত যদি এই টেস্টে হেরে যায় তাহলে লর্ডসের গেটপাস পাওয়া রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়াবে। ফলে মেলবোর্ন এখন ভারতের কাছে অগ্নিপরীক্ষা।