PHOTOS

Pakistan Ceasefire Violation: 'কুকুরের লেজ কখনও সোজা হয় না...', সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, রেগে লাল শেহওয়াগ...

Virender Sehwag Reacts To Pakistan: বিশ্বাসঘাতক পাকিস্তান ভেঙেছে চুক্তি। সংঘর্ষবিরতির না মেনেই শ্রীনগরে ফের পাকিস্তানের হামলার খবর এক্সে লেখেন ওমর আবদুল্লা। পরবর্তীতে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের কথা স্বীকার করে নেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। পাকিস্তানের এই আচরণে ক্ষুব্ধ বীরেন্দ্র শেহওয়াগ।  

Advertisement
1/7
সংঘর্ষবিরতি
সংঘর্ষবিরতি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার বিকেলে ভারত পকিস্তানের বিরুদ্ধে কড়া কোনও ঘোষণা করার আগেই এল সংঘর্ষবিরতির খবর। প্রথম ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে জানালেন ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। 

 

2/7
ওমর আব্দুল্লাহ
ওমর আব্দুল্লাহ

কিন্তু এর ঘণ্টা খানেক কাটতেই ওমর আবদুল্লা এক ট্যুইটে লেখেন, 'সংঘর্ষবিরতির কী হল? গোটা শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।' ওই ট্যুইটের কিছুক্ষণ পরেই ফের একটি ট্যুইট করে ওমর আবদুল্লা লেখেন, এটা কোনও সংঘর্ষবিরতি নয়। শ্রীনগরে এয়ার ডিফেন্স ইউনিট সক্রিয় হল।

 

3/7
শেহওয়াগের পোস্ট
শেহওয়াগের পোস্ট

ওমর আব্দুল্লার টুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের খবর। শেহওয়াগ এক্সে লেখেন, 'কুকুরের লেজ কখনও সোজা হয় না...'। 

 

4/7
শেহবাগের বার্তা
শেহবাগের বার্তা

শেহবাগের পোস্টে অনেকেই সম্মতি জানায়, যেখানে বিশ্বাসঘাতকতার প্রতি তাদের সাধারণ অসন্তোষ প্রকাশ করেছে। 

 

5/7
বিক্রম মিশ্রির বার্তা
বিক্রম মিশ্রির বার্তা

সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, মেনে নিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বিদেশ সচিব প্রেস ব্রিফিংয়ে বলেন, 'পারলে পাকিস্তান এখনও নিজেদের সংযত করুক। নইলে ভারতীয় সেনাকে নির্দেশ দেওয়া আছে কঠোর পদক্ষেপ নিতে পারে'।

 

6/7
সলমানের পোস্ট
সলমানের পোস্ট

অন্যদিকে সংঘর্ষবিরতির খবর প্রকাশ্যে আসতেই সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন একঝাঁক তারকা। তারমধ্যে অন্যতম সলমান খান। কিন্তু কিছুক্ষণ পরেই সেই টুইট ডিলিট করে দেন সলমান। 

 

7/7
করিনার পোস্ট
করিনার পোস্ট

করিনা কাপুর ভগবানকে স্মরণ করে লেখেন, 'জয় হিন্দ'। এছাড়াও সংঘর্ষবিরতিকে সমর্থন জানিয়েছেন হিনা খান, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, পরিনীতি চোপড়া সহ আরও অনেকে। 





Read More