PHOTOS

১০ বছরের হাসি, কান্নার সঙ্গী, নৈনিতালে গিয়ে ভালবাসার মুহূর্তদের আঁকড়ে ধরলেন গৌরব-রিদ্ধিমা

Advertisement
1/7

নৈনিতালে বেড়াতে গেলেন গৌরব চক্রবর্তী এবং রিদ্ধিমা ঘোষ। নৈনিতালে ঘুরতে গিয়ে উঠে এল সেলেব জুটির একের পর এক ভালবাসার মুহূর্ত 

2/7

কখনও গৌরব আবার কখনও রিদ্ধিমা, দুজনেই নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি শেয়ার করেন। সেই সঙ্গে জানিয়ে দেন, ১০ বছর ধরে তাঁরা একে অপরের সঙ্গী। সেই ১০ বছরের ভালবাসাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা 

3/7

১০ বছর ধরে গৌরবের সঙ্গে কখনও ভাব কখনও আড়ি। এভাবেই দুজন ভালবাসাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। একে অপরকে সঙ্গী করে এভাবেই সারা জীবন কাটাতে চান বলে জানান রিদ্ধিমা ঘোষ 

4/7

গৌরব-রিদ্ধিমার ছবি দেখে তাঁদের সহকর্মী ও বন্ধুরা খুশি হয়ে যান। ভালবাসা জানান তাঁদের ১০  বছরের বিবাহ বার্ষিকীর জন্য 

5/7

গৌরবের প্রতি ভালবাসার প্রকাশ কার্যত প্রকাশ্যেই করেন রিদ্ধিমা 

6/7

গৌরবও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করেন উত্তর ভারতে বেড়াতে যাওয়ার 

7/7

গৌরব-রিদ্ধিমার ১০ বছরের ভালবাসার প্রকাশ দেখে তাঁদের ভক্তরাও উচ্ছ্বসিত হয়ে ওঠেন 





Read More