PHOTOS

গোয়ায় মোহময়ী মীরা, স্ত্রীকে দেখে মুগ্ধ Shahid Kapoor

Advertisement
1/5

গোয়ায় ছুটি কাটাচ্ছেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। গোয়ায় গিয়ে সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছেন মীরা। অভিনেতার স্ত্রীর ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে 

2/5

মীরা যখন গোয়ায় ছুটি কাটানোর ছবি শেয়ার করছেন, সেই সময় তা দেখে মুগ্ধ হয়ে যান শাহিদ কাপুর। মীরা যেন ওই ছবির মাধ্যমে জাদুর পরশ ছড়িয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন শাহিদ 

3/5

গোয়ায় গিয়ে কখনও খোলামেলা পোশাকে দেখা যায় মীরাকে, আবার কখনও পশ্চিমী পোশাকে দেখা মেলে তাঁর। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই মীরা সেই সব ছবি শেয়ার করেন 

4/5

শাহিদ কাপুরের সঙ্গে বিয়ের পর থেকেই বিভিন্ন সময় পেজ থ্রির শিরোনামে উঠে আসতে দেখা যায় মীরা রাজপুতকে। কখনও নিজের বিতর্কিত মন্তব্যের জন্য, আবার কখনও বলিউড পার্টিতে তাঁর চোখ ধাঁধানো অবতারের জন্য খবরের শিরোনামে উঠে আসেন তিনি 

5/5

এবার শাহিদ-মীরার ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় 





Read More