Water supply to disrupt in Kolkata: রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য কলকাতা এবং দক্ষিণ শহরতলির বহু অংশে শনিবার একবেলা জল পরিষেবা বন্ধ থাকবে। কবে আবার জল ফের আসবে? জেনে নিন এক নজরে।
টালার পর এবার মেরামতি কাজের জন্য বন্ধ থাকবে জল সরাবরাহ।
গার্ডেনরিচ জলপ্রকল্প এলাকায় হবে মেরামতির কাজ। সেই কারণে শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল পরিষেবা।
গার্ডেনরিচের জল প্রকল্প থেকে কালীঘাট, রানিকুঠি, নিউআলিপুর, গার্ডেনরিচ, তপসিয়া, তিলজলা, কসবা, চেতলা, বেহালা, সিড়িটি, দাসপাড়া, মেটিয়াব্রুজ-সহ বিস্তীর্ণ এলাকার জল সরবরাহ করা হয়।
এর মধ্যে রয়েছে কলকাতা পুরসভার ৮ থেকে ১৬ নম্বর ওয়ার্ড।
এই সমস্ত এলাকায় সকাল ৯টার পর আবার রবিবার ৬টার সময় ফিরবে জল।
অর্থাৎ শনিবার একবেলা দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির বিভিন্ন অংশে জল মিলবে না।