PHOTOS

আমি শুধু মানুষকে ভালোবাসা দিতে এসেছি, স্ট্র্যাটেজি দল ঠিক করবে : Parno Mitra

Advertisement
1/7

তৃণমূল থেকে বিজেপি, সব দলের তারকা প্রার্থীরা নাম ঘোষণার পর থেকেই ভোট প্রচার শুরু করে দিয়েছেন। তখন বরানগরের BJP প্রার্থী পার্নো মিত্র কিছুটা পিছিয়েই রয়েছেন বলা চলে। গতকাল (বুধবার)ই প্রথম দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেছিলেন পার্নো মিত্র। 

ছবি ও তথ্য- অয়ন ঘোষাল

 

2/7

বৃহস্পতিবার, বিজেপি প্রার্থী পার্নো মিত্র বরানগরে অশোক গড় এলাকায় ভোট প্রচার করেন। অশোক গড়ের রেললাইন লাগোয়া বস্তি এবং কলোনি এলাকায় ঘুরে নির্বাচনী প্রচার সারেন পার্নো। 

 

ছবি ও তথ্য- অয়ন ঘোষাল

 

3/7

 বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্রের কথায়, ''আমি শুধু মানুষকে ভালোবাসা দিতে এসেছি। ভোটের স্ট্র্যাটেজি ঠিক করবে এখানকার দলীয় (বিজেপি) সংগঠন।''

 

ছবি ও তথ্য- অয়ন ঘোষাল

 

 

 

4/7

পার্নোর কথায়, ''আমি রূপোলি পর্দার মানুষ, সেখানে মানুষ আমায় ভালোবাসা দিয়েছেন, এবার সেই ভালোবাসাই মানুষকে আমি ফিরিয়ে দিতে চাই।''

 

ছবি ও তথ্য- অয়ন ঘোষাল

 

 

 

5/7

শুধু কি জনপ্রিয়তা দিয়ে ভোটে জেতা সম্ভব? এপ্রশ্নে পার্নো বলেন, ''ভোটের বাকি কাজ দলের কর্মকর্তার সাংগঠনিকভাবে ঠিক করবেন, আমি শুধু মানুষের মন জয় করতে পারি। ''

ছবি ও তথ্য- অয়ন ঘোষাল

 

 

 

6/7

প্রসঙ্গত, বুধবারও পার্নো দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর বরানগরের গোপাল লাল ঠাকুর রোড এলাকায় প্রচার করেছিলেন। 

 

ছবি ও তথ্য- অয়ন ঘোষাল

 

7/7

বরানগরের মত গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিজেপি প্রার্থী পার্নো মিত্রের বিপক্ষে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায়।

 

ছবি ও তথ্য- অয়ন ঘোষাল

 





Read More