''মেদিনীপুরের মেয়ে বাড়ি ফিরছেন, ওখানকার মানুষ খুশিই হবেন।'' তৃণমূল প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর এমনটাই বলেছিলেন জুন মালিয়া। তাঁর কথা মতোই বাড়ির মেয়ে বাড়ি ফিরলেন। রবিবার নিজের বিধানসভা কেন্দ্র মেদিনীপুরে পৌঁছলেন জুন।
নিজের বিধানসভা কেন্দ্রে পৌঁছে স্কুটিতে চেপে ঘুরতে দেখা গেল মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়াকে।
জুন মালিয়ার কথায়, ''সবাই বলেন যে যাঁরা তারকা দুনিয়া থেকে এসে তাঁদের জনপ্রিয়তা দিয়ে ভোট জিতে চলে যান, তারপর তাঁদের দেখা যায়না। আশা করছি সেই মিথটা আমি ভাঙতে পারবো।''
জুন মালিয়ার কথায়, ''আমি এখনই বলবনা যে ভালো কাজ করে দেখাবো। আমি যখন ভালো কাজ করব, তখন আপনারাই বলবেন ভালো কাজ করেছেন জুন মালিয়া।''
এখানেই শেষ নয়, জুন মালিয়ার কথায়, ''দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) আবার ফিরিয়ে নিয়ে আসবো, দিদিকে জেতাতেই মেদিনীপুরে এসেছি। দিদির একার লড়াই নয়, এটা আমাদের সবার বেঁচে থাকার লড়াই, বাংলাতে অস্ত্বিত্ব রক্ষার লড়াই।''
প্রসঙ্গত, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকে প্রার্থী করার পর Zee ২৪ ঘণ্টাকে জুন (June Malia) বলেছিলেন, ''I'm very Excited। আমি মেদিনীপুরের মেয়ে। আমি বড় হয়েছি, ছোট থেকে মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছি। আমি মহিষাদল রাজপরিবারের মেয়ে। আমি হঠাৎ করে মেদিনীপুরে গিয়ে দাঁড়িয়ে পড়ছি না। আমি নিশ্চিত আজ মেদিনীপুরের মানুষ ভীষণ খুশি হবেন, যে বাড়ির মেয়ে ফিরছে।''