PHOTOS

WB Assembly Election 2021: 'বাঘিনী দমে থাকে না', আসানসোলে দাপিয়ে বেড়ালেন Saayoni

আসানসোল দক্ষিন কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষকে নিয়ে বিক্ষোভের আঁচ দেখা গিয়েছিল খোদ তৃণমূলের অন্দরেই

Advertisement
1/7

নিজস্ব প্রতিবেদন: মাথায় চড়া রোদ। ছাতাও নেই। গ্ল্যামার জগতের বাইরে ভোটের ময়দানে কার্যত আদা-জল খেয়ে নেমে পড়েছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)।  হুইলচেয়ারে বসে দলের কর্মীদের নিয়ে রবিবার রাজপথে নামেন মমতা। নেত্রীর 'অদম্য জোর' দেখে উদ্বুদ্ধ সায়নী ঘোষও । এ দিন নিজের কেন্দ্রে দাপিয়ে বেড়ালেন আসানসোল (Asansol) দক্ষিণের তৃণমূল তারকা প্রার্থী। 

2/7

আসানসোল পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি, রহমত নগর, শান্তিনগর, বিবেকানন্দ রোডে 'দুয়ারে দুয়ারে' গিয়ে জনসংযোগ করেন সায়নী। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল কর্মীদের সাথে বেশ খানিকক্ষণ মিটিংও করেন তিনি। 

3/7

প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে আসানসোলেই ঘাঁটি গেড়েছেন তৃণমূলের এই তারকা প্রার্থী। সেখানেই কার্যত নাওয়া-খাওয়া ভুলে ভোট প্রচারে নেমেছেন।

4/7

আসানসোল থেকেই আজ মমতার হুইলচেয়ারে প্রচারের ছবি টুইট করে সায়নী লেখেন, 'বাঘিনীর প্রত্যাবর্তন। বাঘিনী সেই, যাকে শত আঘাত করলেও দমে থাকেন না।অন্যায়ের প্রতিবাদে গর্জে ওঠেন,পথে নামেন। যতই আঘাত করো আমাদের দিদি তোমাদের জমানত জপ্ত করেই ছাড়বে। তৈরী থেকো,আহত খেলা হবে।'

5/7

কখনও আদিবাসী গ্রামে গিয়ে চপ-মুড়ি, আবার কখনও 'খেলা হবে' মেনে ক্রিকেট খেলে জনসংযোগ। 'একেবারে ঘরের মেয়ে', প্রচারের মাঝে মাঝে যেন এই কথাই মনে করিয়ে দিতে চান সায়নী। রয়েছে বিজেপির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারিও।

 

6/7

প্রসঙ্গত, আসানসোল দক্ষিন কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষকে নিয়ে বিক্ষোভের আঁচ দেখা গিয়েছিল তৃণমূলের অন্দরেই। 'সায়নী ঘোষ বহিরাগত। তিনি শিবের মতো দেবতাকে অপমান করেছেন। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জন্য ভূমিপুত্র চাই', এমনই দাবি উঠেছিল খোদ তৃণমূলের একাংশে।

7/7

যদিও এসবকে গুরুত্ব না দিয়ে জোরকদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন সায়নী।





Read More