PHOTOS

ইন্দাসে তৃণমূল প্রার্থী রুনু মেটের সমর্থনে রোড শো করলেন সাংসদ, অভিনেত্রী Nusrat

Advertisement
1/5

ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রুনু মেটের সমর্থনে রোড শো করলেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। 

2/5

বৃহস্পতিবার, বেলা ১টা নাগাদ বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ নুরসতের হেলিকপ্টার এসে পৌঁছয় ইন্দাস হাইস্কুলের অস্থায়ী হেলিপ্যাডে। আর এরপরই হুডখোলা গাড়িতে চড়ে প্রার্থী এবং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রোড শো করলেন নুসরত ।

3/5

এদিন ইন্দাস হাইস্কুল ময়দান থেকে শুরু করে ইন্দাস পিরতলা, ইন্দাস বাজার হয়ে সিনেমা তলায় গিয়ে শেষ হয় নুসরতের রোড শো। 

4/5

এদিন সাংসদ, অভিনেত্রীর রোড শোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অভিনেত্রী নুরসতকে চোখের দেখা দেখতে অগণিত মানুষের ভিড় দেখা গেল ইন্দাসের রাজপথে।

5/5

তবে শুধু নুসরত (Nusrat Jahan)ই নন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার শুরু করেছেন আরও দুই তারকা সাংসদ মিমি চক্রবর্তী ও দেব।





Read More