প্রাণঘাতী গিয়ান বার সিন্ড্রোম নিয়ে এবার তত্পর হল স্বাস্থ্য় দফতর। নতুন করে আর যেন মৃত্যু না হয় তার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিকে ওইসব নির্দেশিকা পাঠানো হচ্ছে। বৈঠক করা হয়েছে স্নায়ু রোগ ও শিশুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে। -তথ্য-অয়ন শর্মা
স্বাস্থ্যভবন সূত্রে খবর গতকাল রাত আটটা থেকে দশটা পর্যন্ত একটি বৈঠক হয় স্বাস্থ্যভবনে। সেই বৈঠকে উপস্থিতি ছিলেন হাসপাতালের শিশুরোগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞরা। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে ওই বৈঠক হয়। -তথ্য-অয়ন শর্মা
ওই বৈঠকে গিয়ান বার চিকিত্সার বেশকিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। রাজ্যের হাসপাতালগুলিকে বলা হয়েছে গিয়ান বার আক্রান্ত হয়ে আর যেন একজনেরও মৃত্যু না হয়। -তথ্য-অয়ন শর্মা
গিয়ান বার আক্রান্তদের শারীরিক অবস্থা কেমন রয়েছে তার আপডেট স্বাস্থ্যভবনকে দিতে হবে। আগে থেকে এই রোগে কীভাবে নির্ণয় করা যায় তা স্নায়ুরোগ বিশেষজ্ঞদের কাজে জানতে চাওয়া হয়েছে। -তথ্য-অয়ন শর্মা
শিশুদের জন্য ২টি ও বড়দের জন্য ২ বেড যেন নির্দিষ্ট থাকে। এই রোগের চিকিত্সায় যে ইন্টারভেনাস ইমিউনো গ্লোবিউলিন ইঞ্জকশন দেওয়া হয় এবং প্লাজমা থেরাপি ব্যবহার করা হয়। অযথা যেন ওই দুই পদক্ষেপ করা না হয় তা বলে হয়েছে।যে রোগীর ক্ষেত্রে প্রয়োজন রয়েছে তাকেই যেন ওই ওষুধ দেওয়া হয়। আইসিইউকে কাউকে রাখা হলে কীভাবে চিকিত্সা হবে তার একটা প্রটোকল তৈরি করে দেওয়া হয়েছে। এনিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা হাসপাতালগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। -তথ্য-অয়ন শর্মা