PHOTOS

Kalyan Banerjee: 'কেউ কোনও ফ্যাক্টর নয়, এবার বাউন্ডারি হাঁকাব', দোলের রঙে রঙিন কল্যাণ!

Advertisement
1/8
কল্যাণের হোলি খেলা!
কল্যাণের হোলি খেলা!

বিধান সরকার: নিজে মাখলেন, অন্যদেরও মাখালেন। দোলের রঙে রঙিন হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

 

2/8
কল্যাণের হোলি খেলা!
কল্যাণের হোলি খেলা!

দোলের দিন এভাবেই জনসংযোগ করে বিরোধীদের বার্তা দিলেন, কেউ ফ্যাক্টর না।

 

3/8
কল্যাণের হোলি খেলা!
কল্যাণের হোলি খেলা!

প্রতিবারই তিনি শ্রীরামপুরে বসন্তে উৎসবে সামিল হন দলীয় কর্মীদের নিয়ে। শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করেন।

 

4/8
কল্যাণের হোলি খেলা!
কল্যাণের হোলি খেলা!

বটতলায় জুটমিলের শ্রমিক মহল্লায় গিয়ে তিরুপতি পুজোয় যোগ দেন। সেখান থেকে চাতরা দোল মন্দিরেও যান তিনি। 

 

5/8
কল্যাণের হোলি খেলা!
কল্যাণের হোলি খেলা!

পথে বহু মানুষের সঙ্গে রং খেলেন। ছোটোদের হাতে পিচকারি ও রং তুলে দেন। কল্যাণ বলেন,গতবার হ্যাটট্রিক করেছি। 

 

6/8
কল্যাণের হোলি খেলা!
কল্যাণের হোলি খেলা!

এবারে বাউন্ডারি হাঁকাব। বিরোধীরা কোনও ফ্যাক্টর হবে না। প্রসঙ্গত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবীর শঙ্কর বসুকে।

 

7/8
কল্যাণের হোলি খেলা!
কল্যাণের হোলি খেলা!

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীদের সম্বন্ধে কিছু বলব না। ২০০৯ সাল থেকে সিপিএম-কে হারিয়েছি। 

 

8/8
কল্যাণের হোলি খেলা!
কল্যাণের হোলি খেলা!

বাপি লাহিড়ী হেরেছে। গতবার দেবজিৎ সরকার হেরেছে। এবার লাল গেরুয়া সব হারবে। আইএসএফ বা ফুরফুরা কোনও সমস্যা হবে না।





Read More