PHOTOS

India Pakistan Tension: শত্রুপক্ষের পা টলে যেতে বাধ্য! ব্রহ্মস থেকে রাফাল, কী নেই ভারতের অস্ত্রাগারে?

Weapons of India: ভারতের অস্ত্রাগারে আছে এমন কিছু অস্ত্র যা নিমেশে ধ্বংষ করতে পারে তার শত্রু দেশকে। কী সেই অস্ত্র জানতে চোখ রাখুন...

Advertisement
1/11
ব্রহ্মষ
ব্রহ্মষ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এটা ভারতের ব্রহ্মাস্ত্র। যা বায়ু, জল এবং ভূমি থেকে ছোঁড়া যায় যা পৃথিবীর আর কোনো মিসাইলেরই নেই। ঘন্টায় ৩১০০ কিলোমিটার বেগে ছুটে যাওয়া এই ক্ষেপণাস্ত্রকে আটকানো প্রায় অসম্ভব। এটা ৭৫০ কিলোমিটারের মধ্যে থাকা যুদ্ধ জাহাজ থেকে শুরু করে যে কোনও গুরুত্বপূর্ণ জায়গায় পরমাণু হামলায় চালানো যায়। sukhoi 30mki -তে ইন্সটল করা হয়েছে যার ফলে আরও ঘাতক হয়ে উঠেছে।

2/11
রাফাল
রাফাল

পাকিস্তানি এয়ার ফোর্সের কাছে এটি দুঃস্বপ্নের মতো। Rafale 4.5 জেনারেশন -এর যুদ্ধ বিমান; যা শুধু পাকিস্তান কেনো চীনেরও মাথা ব্যথার কারণ। বিনা radar -এ ধরা পড়ে। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে সক্ষম। এর কোনো জবাব পাকিস্তান এয়ার ফোর্স এর কাছে নেই। এর সঙ্গে রয়েছে Scalp মিসাইল; যা balakot -এর মত হামলা চালাতে পারে তাও আবার পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার না করেই।

 

3/11
এস-৪০০ ট্রায়াম্ফ
এস-৪০০ ট্রায়াম্ফ

ভারতের আকাশকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত s400 triumph। এর radar -এ পুরো পাকিস্তানের আকাশ সীমা চলে আসে। পৃথিবীর অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থা এটি। Ukraine -এর f16 যুদ্ধ জাহাজকে ধ্বংস করেছে। যে কোনো ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে পারে এটি।

4/11
বারাক ৮
বারাক ৮

ভারত এবং ইসরাইল -এর যৌথ উদ্যোগে তৈরি এই আকাশ প্রতিরোধী ব্যাবস্থা যা ভারতীয় নৌবাহিনী এবং বায়ুসেনা ব্যবহার করে। এগুলি বিশেষত যুদ্ধ বিমান এবং cruise missile -এর জন্য ব্যবহার করা হয়। এর range 70-100km।

5/11
মেটিওর
মেটিওর

পাকিস্তান এয়ার ফোর্সকে মাটিতে নামিয়ে আনতে পারে এই ক্ষেপণাস্ত্র। পৃথিবীতে এর থেকে ভালো বায়ু ক্ষেপণাস্ত্র আর নেই। 200km মরণ ক্ষমতা বিশিষ্ট এই মিসাইল (missile) এর no escape zone 60-80km। Beyond Visual Range যুদ্ধে এর থেকে ভালো ক্ষেপণাস্ত্র আর নেই।

6/11
ইলেকট্রনিক ওয়ারফেয়ার (EW) সিস্টেম
ইলেকট্রনিক ওয়ারফেয়ার (EW) সিস্টেম

পাকিস্তান এয়ার ফোর্সকে আকাশে অন্ধ করে দিতে পারে Spectra। অর্থাৎ, সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করে তাদেরকে ভুল পথে চালিত করতে সক্ষম এই সিস্টেম; যা Rafale এর সঙ্গে আসে।

 

7/11
কে৯ বজ্র
কে৯ বজ্র

k9 Vajra হল self-propelled artillery gun; যা ভারতে বানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার সহযোগিতায়। পারমাণবিক হামলার মধ্যেও কাজ করতে সক্ষম এটি। এর ক্ষিপ্রতা এবং firing rate একে অপ্রতিরোধ্য করে তুলেছে।

8/11
স্বাথি ওয়েপন্স লোকেটিং রাডার
স্বাথি ওয়েপন্স লোকেটিং রাডার

পৃথিবীর খুব কম দেশের কাছে এই সিস্টেম আছে। কোনো গোলা ছোঁড়া হলে সেটা কোথায় আঘাত করবে এবং কোন জায়গা থেকে ছোঁড়া হচ্ছে সেটা বলে দেয় এই সিস্টেম। যার ফলে artillery হামলা চালানোর আগে পাকিস্তান দশ বার ভাববে। 

9/11
অ্যাস্ট্রা মার্ক ২
অ্যাস্ট্রা মার্ক ২

Dual pulse solid rocket motor দ্বারা চালিত ১৬০ কিলোমিটার range বিশিষ্ট বায়ু ক্ষেপণাস্ত্র। এটি ভারতের নিজের তৈরি ক্ষেপণাস্ত্র; যা Sukhoi যুদ্ধ বিমান থেকে লঞ্চ করা হয়।

10/11
সুখোই সু-৩০ এমকেআই
সুখোই সু-৩০ এমকেআই

ভারতের এয়ার superiority যুদ্ধ বিমান; যা ২০১৯ -এ পাকিস্তান বায়ু সেনাকে নাজেহাল করে ছেড়েছিলো। পরে mig 21 দিয়ে তুলনামূলক আধুনিক f16 বিমান ধ্বংস করেন অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman)।  Sukhoi -এর Thurst vectoring engine একে visual range এর মধ্যে যুদ্ধে পারদর্শী করে দেয়। কোনো ক্ষেপণাস্ত্র ছুঁড়লে সেটাকে পাশ কাটানোর ক্ষমতা রাখে এটি।  ২০১৯ -এ অনেকগুলো আমেরিকান AIM 120 ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ছিল, কিন্ত ভারতের পাইলট এবং sukhoi -এর দক্ষতায় সবকটি ক্ষেপণাস্ত্রকে dodge করে। শেষ পর্যন্ত একটি f16 যুদ্ধ বিমান হারিয়ে পাক বায়ু সেনা চম্পট দেয়।

11/11
পিনাকা এমবিআরএল
পিনাকা এমবিআরএল

পাকিস্তানের ১২০ কিলোমিটার বিস্তীর্ণ অঞ্চলে ধ্বংসলীলা চালাতে পারে এই rocket সিস্টেম। এটি ব্যবহার করলে সেই জায়গার অবশিষ্ট কিছুই থাকেনা। guidance system ব্যবহার করে এর দক্ষতা বাড়ানো যায়।





Read More