জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গরমে হাঁসফাঁস জনজীবন। মরুরাজ্য রাজস্থানের যোধপুরকেও এবার গরমে টেক্কা দিচ্ছে কলকাতা।
মরু শহর যোধপুরের থেকেও বেশি গরম কলকাতায়! ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই কলকাতায় ৫৩ ডিগ্রির অনুভূতি! ঘেমেনেয়ে একসা অবস্থা।
যা কিনা যোধপুরের থেকে ৮ ডিগ্রি বেশি! যেখানে যোধপুরে অনুভূত হয় ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মত গরম।
প্রসঙ্গত, গতকাল দুপুরের মধ্যভাগে কলকাতার পারদ ছাড়িয়ে যায় যোধপুরের তাপমাত্রাকে।
যোধপুরে যেখানে রেকর্ড হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে কলকাতায় রেকর্ড হয় ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কলকাতায় এই অস্বস্তিকর গরমের পিছনে মূল কারণ প্রাক বর্ষার বৃষ্টির অমিল।