Monsoon at Bengal: দক্ষিণে আজ, রবিবার এবং আগামী কাল, সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে সামান্য বাড়বে বৃষ্টি। দক্ষিণের সর্বত্র আজ বিকেলের মধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা কিছুটা দুর্বল। শক্তিশালী কোনো সাপোর্ট সিস্টেম যেমন মৌসুমি অক্ষরেখা বা ঘূর্ণাবর্তের সাহায্য না থাকায় আপাতত কম বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে গাঙ্গেয় জেলা এবং পশ্চিমাঞ্চলকে।
সন্দীপ প্রামাণিক: রবিবার আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণবঙ্গে আগামী ৪ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সহ গাঙ্গেয় এলাকায় আগামী ৪ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর্দ্রতা বেশি থাকার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে ।
অন্যদিকে উত্তরবঙ্গের ৫ জেলায় ২৪ তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে । আগামী ২৫ থেকে ২৭ তারিখ উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও, পশ্চিমের জেলাগুলিতে আগামী ৫ দিনে বর্ষা প্রবেশ করবে।
আগামী ৪ - ৫ দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতায়। কলকাতায় আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা।
অক্টোবর এর দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষা চলবে। দক্ষিণবঙ্গে এখনও জুন মাসে ঘাটতি রয়েছে । ২০২৩ এও এই পরিস্থিতি ছিল।