PHOTOS

Rain Alert: নিম্নচাপের কালো ছায়া সরলেও এখনই কাটছে না বৃষ্টি দুর্যোগ! ফের ধেয়ে আসছে ঝড়জল, ডুববে অনেক এলাকা...

Weather Update:  বৃষ্টির দুর্যোগ এখনই কাটছে না। বৃষ্টির সঙ্গেই দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

Advertisement
1/7
নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টি দুর্যোগ
নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টি দুর্যোগ

অয়ন ঘোষাল: গভীর নিম্নচাপ সরল বাংলার উপর থেকে। আবহাওয়া দফতরের শেষ রিপোর্ট অনুযায়ী,  পুরোটাই সরে গেছে বাংলা থেকে।

 

2/7
নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টি দুর্যোগ
নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টি দুর্যোগ
গভীর নিম্নচাপ ঝড়খন্ডে সরে গিয়েছে। ঝাড়খণ্ড ও ওড়িশার উত্তর ভাগ হয়ে আজ সন্ধ্যায় ছত্তিশগড়ে ঢুকবে। 
3/7
নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টি দুর্যোগ
নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টি দুর্যোগ

কাল সকালে মধ্যপ্রদেশে গিয়ে শক্তি হারাবে নিম্নচাপ। গত ৬ ঘণ্টায় ২৫ কিমি প্রতি ঘণ্টা বেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয় গভীর নিম্নচাপটি।

4/7
নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টি দুর্যোগ
নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টি দুর্যোগ

তবে নিম্নচাপ সরলেও বৃষ্টির দুর্যোগ এখনই কাটছে না। দক্ষিণের ৫ জেলায় আসছে বৃষ্টি।

5/7
নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টি দুর্যোগ
নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টি দুর্যোগ

পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও কলকাতার বেশ কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

6/7
নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টি দুর্যোগ
নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টি দুর্যোগ
বৃষ্টির সঙ্গেই দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। নিচু জায়গায় জল জমার সম্ভাবনা।  
7/7
নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টি দুর্যোগ
নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টি দুর্যোগ
উল্লেখ্য, দুদিন ধরে বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরের কাছে হলদিরাম এলাকা এখনও জলমগ্ন। 




Read More