Bengal Weather: ৪ জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। আগামী সপ্তাহের শুরুতে আবহাওয়ার পরিবর্তন সিকিম ও উত্তরবঙ্গে। মঙ্গলবার বছরের প্রথম তুষারপাত হতে পারে দার্জিলিঙে। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার।
অয়ন ঘোষাল: বছরের প্রথমদিন থেকে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। তাপমাত্রার পারদ নেমেছে বেশ অনেকটাই। বছরের শুরুর দিনে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা জানালেন আবহাওয়ার পূর্বাভাস।
পরপর পশ্চিমে ঝঞ্ঝা। অবাধ উত্তরে হাওয়ায় বাধা। ৪ জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর ফলে সপ্তাহে তাপমাত্রা যেমন বাড়বে আগামী সপ্তাহের শুরুতে আবহাওয়ার পরিবর্তন সিকিম ও উত্তরবঙ্গে।
৭ ই জানুয়ারি মঙ্গলবার বছরের প্রথম তুষারপাত হতে পারে দার্জিলিঙে। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের সম্ভাবনা সোমবার রাত এবং মঙ্গলবারে। তার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকায়।
ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা। বাকি জেলাতেও হালকা ও মাঝারি কুয়াশা।
তাপমাত্রা আর নিচে নামবে না। জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শুক্রবারের পর শনি ও রবিবার তাপমাত্রা একটু বাড়তে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।