PHOTOS

Winter In Bengal | Weather: হু হু করে ঢুকবে উত্তুরে হাওয়া! হাড় কাঁপানো শীত আগামী সপ্তাহে?

Advertisement
1/6
শীতে কাঁপছে বাংলা!
শীতে কাঁপছে বাংলা!

অয়ন ঘোষাল : মিগজাউম বিলীন হওয়ার পর থেকে এই নিয়ে এক টানা ৯ দিন পরিমণ্ডলে কোনও সিস্টেম বা বাধা নেই। তাই আপাতত উত্তুরে হাওয়া অবাধে রাজ্যের সর্বত্র প্রবেশ করবে। 

 

2/6
শীতে কাঁপছে বাংলা!
শীতে কাঁপছে বাংলা!

আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক বা তার থেকে সামান্য কমই থাকবে। ডিসেম্বরের এই সময়ে কলকাতার স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থাকে  ১৬ ডিগ্রি। 

 

3/6
শীতে কাঁপছে বাংলা!
শীতে কাঁপছে বাংলা!

তবে কাল রাতের তাপমাত্রা কলকাতায় ছিল ১৪.৭ ডিগ্রি। দিনের তাপমাত্রাও আপাতত স্থিতিশীল থাকবে। তাই শীতের এই আমেজ আপাতত টানা উপভোগ করতে পারবেন শহরবাসী। 

 

4/6
শীতে কাঁপছে বাংলা!
শীতে কাঁপছে বাংলা!

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আর আপাতত কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তাই সেখানেও বহাল থাকবে শীতের আমেজ। জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া বিজ্ঞানী সৌরীশ বন্দোপাধ্যায়।

 

5/6
শীতে কাঁপছে বাংলা!
শীতে কাঁপছে বাংলা!

ওদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের স্টেডি ব্যাটিং অব্যাহত। বীরভূমের সিউড়িতে তাপমাত্রা ছিল ১০.২ ও শ্রীনিকেতনে ১০.৮ ডিগ্রি। 

 

6/6
শীতে কাঁপছে বাংলা!
শীতে কাঁপছে বাংলা!

পুরুলিয়ায় দশের নীচে নেমে ৯.৮, বাঁকুড়ায় ১০.৫, বর্ধমানে ১১.০ ও পানাগড়ে তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। 





Read More