WB Higher Secondary Examination 2025: চলতি বছরের পরীক্ষা নিয়ে ২৩ পাতার একটি নির্দেশিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে বড় বদল। পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নয়া নিয়ম। যেখানে বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন টয়লেটেও যেতে পারবেন না পরীক্ষার্থীরা!
চলতি বছরের পরীক্ষা নিয়ে ২৩ পাতার একটি নির্দেশিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যেখানে এমনটাই বলা হয়েছে। উল্লেখ্য, এবছর থেকে দুটি সেমেস্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
তৃতীয় সেমেস্টার শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ২২ সেপ্টেম্বর। তার আগেই পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নয়া নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
এবছরই প্রথম OMR শিটে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় সেমেস্টারের পুরো পরীক্ষাটাই হবে OMR শিটে। নয়া নিয়মে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নিয়েও রয়েছে বড় বদল।
এবার অ্যাডমিট অনলাইনে দেওয়া হবে। তাই স্কুল থেকে অ্যাডমিট সংগ্রহ করার ঝক্কি নেই। প্রথমদিন অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেলেও পরীক্ষা বাতিল হবে না। তবে দ্বিতীয় দিন থেকে অ্যাডমিট কার্ড আনা বাধ্যতামূলক।
মোবাইল ও ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত নিয়মেও বদল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায়। এতদিন কোনও পরীক্ষার্থী মোবাইল বা ইলেকট্রনিকস গেজেট নিয়ে ধরা পড়লে তার পুরো পরীক্ষা বাতিল হত। এবার তার সঙ্গেই যোগ হয়েছে, কোনও পরীক্ষার্থী খারাপ আচরণ করলেও তার পরীক্ষা বাতিল হতে পারে।
ওদিকে তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় টয়লেট যাওয়া নিয়ে নিয়মেও রয়েছে বড় পরিবর্তন। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিটের। তাই এবছর পরীক্ষা চলাকালীন টয়লেট যেতে পারবেন না কোনও পরীক্ষার্থী।
তবে অত্যন্ত গুরুতর পরিস্থিতির ক্ষেত্রে টয়লেটে যাওয়ার ছাড় রয়েছে। যদিও সেক্ষেত্রে প্রশ্নপত্র ও OMR শিট জমা দিয়ে তবেই টয়লেটে যেতে পারবেন কোনও পরীক্ষার্থী। নয়া নিয়মে এমনটাই বলা হয়েছে।