Kalbaishakhi-Rain Alert: বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রপাত এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষার মরসুম আসতে এখনও কয়েক মাস বাকি, গ্রীষ্মকালীন প্রাক-বৃষ্টির এই ঝাপটা কলকাতাবাসীর জন্য স্বস্তি বয়ে আনতে পারে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক সপ্তাহ তীব্র দাবদাহের পর এবার কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস। কিছু জেলায় ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে চলেছে। তবে সমগ্র বাংলায় আপাতত থাকবে শুস্ক আবহাওয়া।
২২ মার্চ কলকাতায় বজ্রবিদ্য়ুত্-সহ বৃষ্টিপাতের জন্য আইএমডি কমলা সতর্কতা জারি করেছে এবং পরের দিন একই কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত ইতিমধ্যেই সাময়িক স্বস্তি এনেছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রপাত এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে ২০ মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলিতে।
সব জেলাতেই ৪০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। এরপর দার্জিলিং এবং কোচবিহারের মতো জেলাগুলি সহ উপ-হিমালয় পশ্চিমবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে কলকাতা শহর এবং দক্ষিণবঙ্গের অন্যান্য অংশে তীব্র ঝড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত রবিবার (২৪ মার্চ) পর্যন্ত স্থায়ী হবে, যা তাপমাত্রা কমাতে সাহায্য করবে।