West Bengal Weather Update: উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখা সক্রিয়। পুরুলিয়ার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ক'দিন কি ভাসবে বাংলা?
অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে সোমবার পশ্চিম বর্ধমান ও বীরভূমে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে।
বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
উত্তরবঙ্গে সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবিবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে কোচবিহার জেলাতে।
জুলাই মাসের শেষ দিকে এসে কলকাতা বৃষ্টিতে এগিয়ে গেল অনেকটা। দক্ষিণবঙ্গ এখনও বৃষ্টিতে এগিয়ে রয়েছে উত্তরবঙ্গের তুলনায়। দক্ষিণবঙ্গে ১৬ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়াতে।
স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে কলকাতা পূর্ব বর্ধমান উত্তর ২৪ পরগনা এবং হাওড়াতে। দক্ষিণবঙ্গের ৬৫০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৫৫৮.৬ মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। ৬৯৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিক বৃষ্টিপাত ৯৮৯.৭ মিলিমিটার। উত্তরবঙ্গে ৩০ শতাংশ বেশি ঘাটতি রয়েছে।
স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। শুধুমাত্র মালদা জেলাতেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে।