West Bengal Weather Update: রাজ্যের মোট ১৫ জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে। জেলায় জেলায় ধেয়ে আসছে বজ্যবিদ্যুৎ-সহ বৃষ্টি। সেইসঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।
সন্দীপ প্রামাণিক: উত্তর বঙ্গোপসাগরে ২৪ জুলাই একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এটি আগামী ২৪ ঘণ্টায় আরেকটু শক্তি বাড়াবে। দক্ষিণবঙ্গ ও উত্তর উড়িষ্যার দিকে এগোচ্ছে এটি।
এরপরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২৪ ও ২৫ ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ জুলাই দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের ভাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
২৫ জুলাই এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া ও বাঁকুড়াতে এই দুই জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। পার্শ্ববর্তী জেলা ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় ভারী কোন জায়গায় অতি ভারী বৃষ্টি হবে।
অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। ২৬ জুলাই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমের ভারি বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ২৬ জুলাই।
২৭ জুলাই উপকূলের জেলা যেমন দুই চব্বিশ পরগনা ও পূর্বের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। অর্থাৎ বৃষ্টিপাত এখনই কমবে না ২৮ থেকে ২৯ জুলাই নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে তখন বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়বে।
২৮ জুলাই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে ২৮ থেকে ২৯ জুলাইয়ের মধ্যে দু এক জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টি।
কলকাতায় পার্শ্ববর্তী অঞ্চলের ২৪ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কোনও কোনএ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
মৎসজীবীদের জন্য ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত সমুদ্রে দমকা হাওয়া থাকবে তাই যেতে মানা করা হয়েছে। ২৬ থেকে ২৭ জুলাই কলকাতায় মাঝারি ধরনের বৃষ্টি। ২৮ থেকে ২৯ জুলাই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।
২৪ জুলাই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ২৫ থেকে ২৭ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এই নিমোচপের কারণে প্রভাব বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।