Monsoon in Bengal: পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের নিম্নচাপ সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হল অর্থাৎ শক্তি বাড়াল। ফলে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে চলবে ঝড়...
অয়ন ঘোষাল: শক্তি বাড়াচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ। এটি আজ দুপুরের পর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এমনটা আগেই জানিয়েছিল হাওয়া অফিস।
নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। বাংলাদেশ থেকে সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান। ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে আগামী ২৪ ঘন্টায়। সুস্পষ্ট নিম্নচাপের অভিমুখ ঝাড়খন্ড।
আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে বলেই পূর্বাভাস। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে, আর সেই কারণেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সমুদ্র থাকবে উত্তাল।
১৯শে জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে বাংলা এবং উড়িষ্যা উপকূলের সমুদ্র উত্তাল। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। বৃহস্পতিবার পর্যন্ত বাংলা এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় এদিন দিনভর ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। অতি ভারী ও প্রবল বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটি জেলায়।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে দক্ষিণ দিকে হেলে থাকা ওপরের স্তরে ঘূর্ণাবর্তও রয়েছে। আগামী ২৪ ঘন্টায় তা ঝাড়খণ্ড থেকে ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। দার্জিলিং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে অতিভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।
শুক্র, শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সোমবার ফের ভারী বৃষ্টি। নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে।
কলকাতা সহ সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ৭০ থেকে ১১০ মিলিমিটার হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।