West Bengal Weather Update: রাজ্যে এই বৃষ্টি আরও অন্তত ৪ দিন। আশঙ্কার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে সপ্তাহভর বৃষ্টি চলবে। বৃষ্টি হবে আগামী মঙ্গল বুধবার পর্যন্ত। গতরাতের পর থেকে পরবর্তী ৬ ঘণ্টায় নিম্নচাপ গতি বাড়িয়ে ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিবেগে...
অয়ন ঘোষাল ও সন্দীপ প্রামাণিক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত কোনও না কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপটি গতি বাড়িয়ে ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিবেগে আজ সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮ টা নাগাদ স্থলভাগের উপর আসে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমানা বরাবর ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে পশ্চিম- উত্তর পশ্চিম অভিমুখে এগোচ্ছে।
যার জেরে বৃষ্টি চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী ৭ দিন। ৩১ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও আগামী ৩১ জুন পর্যন্ত সমস্ত জায়গাতেই ভারী বৃষ্টি।
শুক্রবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতরের সকাল ১১টার বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি সাগরদ্বীপ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। তার পর উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে সেটি।
পুরুলিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বই। এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দার্জিলিং ও কালিম্পং এ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।
বাকি জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি জারি থাকবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ২৭ জুন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও নদীয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ৩০ থেকে ৪০ কিলোমিটার হাওয়া-সহ ঝড় বৃষ্টির সম্ভবনা।
২৭ জুন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ২৮ জুন নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। ২৮ জুন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।
২৯ জুন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগণায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া ভারী বৃষ্টির সম্ভাবনা। ৩০ জুন দক্ষিণবঙ্গে পশ্চিমে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। ৩১ জুন শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদের ভারী বৃষ্টির সম্ভাবনা।