PHOTOS

Bengal Weather: জলমগ্ন কলকাতার একাধিক এলাকা! দিনেই রাতের আঁধার, বৃষ্টি এখনও চলবেই...

West Bengal Weather Update: নিম্নচাপের জেরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা রাজ্যেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত?

Advertisement
1/7
আর কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত?
আর কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত?

অয়ন ঘোষাল: ভোর থেকেই চারিদিক অন্ধকার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখভার। নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অবস্থান করছে। 

2/7
আর কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত?
আর কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত?

আপাতত আরও কয়েক ঘণ্টা এইভাবেই বৃষ্টি চলবে। এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে- আলিপুর ৪৫ মিলিমিটার, কাঁকুড়গাছি ৮০ মিলিমিটার, সল্টলেক/নিউ টাউন ৮৮ মিলিমিটার, ব্যারাকপুর ৯৩ মিলিমিটার, উত্তর কলকাতা শ্যামবাজার ৭৭ মিলিমিটার। 

3/7
আর কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত?
আর কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত?

প্রবল বৃষ্টি মানিকতলায়। প্রবল বর্ষণে শুনশান উল্টোডাঙ্গা। হাঁটুজল আমহার্স্ট স্ট্রিটে। হাঁটু জল ঠনঠনিয়াতেও। মুক্তারাম বাবু স্ট্রিটে ফুটপাথে জলের ঢেউ। জলে ডুবে গিয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ রামমন্দির এলাকা। 

4/7
আর কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত?
আর কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত?

বেলঘরিয়া ডাউন ২ নম্বর লাইনে জল জমে আছে। অন্য লাইনে ধীর গতিতে ট্রেন চলছে। টিটাগর প্ল্যাটফর্ম ১ জলমগ্ন। অন্য প্ল্যাটফর্ম ব্যবহার করে ধীর গতিতে ট্রেন চালাতে হচ্ছে। বারাসত ১ নম্বর লাইন জলমগ্ন। অত্যন্ত ধীর গতিতে ওই শাখায় ট্রেন চলছে। 

 

5/7
নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি
নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি

ব্যারাকপুর স্টেশনে লাইনের ওপর জমা জল। খুব ধীর গতিতে ট্রেন চলছে। হাবড়া শাখায় গুমা স্টেশনে দুটি লাইন জলমগ্ন। ট্রেন পরিষেবা আংশিক বিঘ্নিত। ব্যারাকপুর স্টেশনে পাম্প চালিয়ে জল বের করা হচ্ছে। জলে ডুবল যাদবপুরের বিস্তীর্ণ এলাকা। 

6/7
নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি
নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি

উত্তরবঙ্গ সেখানেও বৃষ্টির প্রকোপ। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গ ভিজবে। আপাতত খুব একটা ভারী বৃষ্টিপাত না হলেও, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে।

 

 

7/7
নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি
নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 





Read More