PHOTOS

Bengal Weather: ২৪ ঘণ্টা আগেই ছিল সতর্কতা! সময়ের দু-ঘণ্টা আগেই প্রবল দুর্যোগ, তছনছ এই পাঁচ জেলা...

West Bengal Weather Updat: আগামী দু-তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যু- সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। থাকবে বজ্রপাতের সম্ভাবনা। 

Advertisement
1/9
আবহাওয়া আতঙ্ক
আবহাওয়া আতঙ্ক

অয়ন ঘোষাল: উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলাদেশ থেকে ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসছে। এটি ইতিমধ্যেই ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। গভীর নিম্নচাপের লেজ সোমবার রাতেই উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকায় ঢুকেছে। এর প্রভাবে ওই এলাকা এবং লাগোয়া এলাকায় রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে। 

2/9
আবহাওয়া আতঙ্ক
আবহাওয়া আতঙ্ক

আগামী দু-তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা।  কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। থাকবে বজ্রপাতের সম্ভাবনা। সর্তকতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।

 

3/9
আবহাওয়া আতঙ্ক
আবহাওয়া আতঙ্ক

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ। মধ্যপ্রদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থান পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগরের নিম্নচাপের ওপর এসে দাঁড়িয়েছে মৌসুমী অক্ষরেখা।  এরফলে এই মরসুমে প্রথম মৌসুমী নিম্নচাপ জোন (monsoon depression zone) তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ওপর। 

4/9
আবহাওয়া আতঙ্ক
আবহাওয়া আতঙ্ক

এই সিস্টেমের জন্য মঙ্গলবার ভারী বৃষ্টি রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা।উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

5/9
আবহাওয়া আতঙ্ক
আবহাওয়া আতঙ্ক

মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার সর্বশেষ উপগ্রহ চিত্র অনুয়ায়ী গভীর নিম্নচাপ কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরে রয়েছে। আজ প্রায় গোটা দিন ধরে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করবে। এর অভিমুখ পশ্চিম - উত্তর পশ্চিম দিকে। 

 

6/9
আবহাওয়া আতঙ্ক
আবহাওয়া আতঙ্ক

আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা।

7/9
আবহাওয়া আতঙ্ক
আবহাওয়া আতঙ্ক

বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে।

 

8/9
আবহাওয়া আতঙ্ক
আবহাওয়া আতঙ্ক

আজ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে লক্ষ্যনীয়ভাবে বৃষ্টি বাড়বে এই সপ্তাহের শেষে। ১৯ ও ২০ জুলাই অর্থাৎ শনি ও রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি একাধিক জেলায়। 

9/9
আবহাওয়া আতঙ্ক
আবহাওয়া আতঙ্ক

মঙ্গলবার সারাদিন উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রের ঝোড়ো বাতাস প্রতি ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে বইবে। বাংলা উড়িষ্যা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা এবং মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আগামীকালও ভারী বৃষ্টি চলবে ঝাড়খন্ড বিহার এবং মধ্যপ্রদেশে। সিকিম এবং উত্তরবঙ্গে আজ এবং ১৯ ও ২০ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস। ১৮ জুলাই পর্যন্ত নিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি মধ্যপ্রদেশে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উড়িষ্যাতে ২০ জুলাই পর্যন্ত। ছত্রিশগড় এবং বিহারে ১৬ জুলাই পর্যন্ত। রাজস্থানে প্রবল বৃষ্টির আশঙ্কা আগামী ২৪ ঘন্টায়। হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড এবং উত্তরপ্রদেশে অতি ভারী বৃষ্টির সতর্কতা। জম্মু-কাশ্মীর ও রাজস্থানের বিক্ষিপ্তভাবে ১৭ই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি এবং উত্তর প্রদেশে ২০ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।





Read More