India-Pakistan Tension: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জঙ্গিদের এই হামলার 'যোগ্য জবাব দেওয়া হবে' বলে জানিয়েছেন।
জ্যোতিষশাস্ত্র কী বলছে? এই হামলার বদলা নেবে ভারত? আবারও কি হতে চলেছে সার্জিকাল স্ট্রাইক? যুদ্ধ হলে কে জিতবে? কখন যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা? দেখে নেওয়া যাক জ্যোতিষ আর গ্রহ-নক্ষত্র কী বলছে।
২০২০ সাল থেকেই গ্রহ নক্ষত্র এমন ভাবে চলছে যে দেশ দুনিয়ায়, একের পর এক ভয়ানক ঘটনা ঘটে চলেছে। করোনা দিয়ে তার শুরু।
এরপর হামাস-ইজরাইল যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চিন-তাইওয়ান রাজনৈতিক উত্তেজনা, এবং সর্বশেষ ভারত-পাকিস্তান যুদ্ধংদেহি মনোভাব।
ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বেশ কিছু দেশে আতঙ্কবাদীরা হামলার ছক কষে রেখেছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সকলেই জানে। শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল একই রকম টালমাটাল পরিস্থিতি।
২০২৫ সালে চন্দ্রগ্রহণের পরে সূর্যগ্রহণ হওয়ার পরপরই, শনি রাশির মিন রাশিতে গোচর হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন অমঙ্গল ঘটনা ঘটা শুরু হয়েছে। এই ক্রমানুসারে এবার বৃহস্পতির মিথুন রাশিতে গোচর আর রাহুর কুম্ভ রাশিতে গোচর- আগুনে ঘি ঢালার মতোই ব্যাপার।
দেশে এবং সারা দুনিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্প, তুফান ঝড় বৃষ্টির মত বড় ঘটনা ঘটতে পারে। বাংলাদেশের সঙ্গে পৃথিবীর যেকোনো দেশেরই পারস্পরিক সম্পর্ক খারাপ হবে। এর মধ্যে ভারত পাকিস্তান আবহ এখন অন্য মাত্রা দিয়েছে।
২৯ শে মার্চ ২০২৫ থেকে দেশ এবং দুনিয়ার রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হবে। যুদ্ধের বাতাবরণ তৈরি হতে পারে। যে দেশগুলোতে অলরেডি যুদ্ধ চলছে সেগুলো বিশ্বযুদ্ধের ভূমিকা ধারণ করতে পারে। সারা পৃথিবীর অর্থনৈতিক মানচিত্র বদলে যাবে।
শনি যখন রাশি পরিবর্তন করে তখন সারা পৃথিবীতেই বিভিন্ন রকম পরিবর্তন হয়। সেটা ভূমিকম্প বা মহামারী যেরকম পরিবর্তনই হোক না কেন
জ্যোতিষ অনুসারে ১৪ই মে ২০২৫ থেকে পৃথিবীর জলবায়ুর আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাবে। মানসিক স্থিতির গন্ডগোল হবে।
২০১৯ এর করোনা মহামারীর পর 2025 এ আরেকটি বড় পরিবর্তন হতে চলেছে সারা পৃথিবী জুড়েই। জ্যোতিষ মতে ২০২৫ এবং ২০২৬ সব থেকে ভয়ানক বছর হতে চলেছে।
৭ই জুন পর্যন্ত তুলা রাশি মঙ্গলের গোচর চলবে। এরজন্য অশান্ত থাকবে কাশ্মীর। জঙ্গিদের বিরুদ্ধে কড়া অ্যাকশান নেবে ভারতীয় সেনা। বিরাট সংখ্যক সন্ত্রাসবাদী সেনা অভিযানে হয় মারা যাবে, নয়তো ধরা পড়বে।
এয়ার স্ট্রাইক করে একাধিক জঙ্গি ঘাটি উড়িয়ে দিতে পারে ভারত। আগামী ১৫ দিনের মধ্যেই পাকিস্তানকে প্রত্যুত্তর দেবে ভারত- জ্যোতিষ মতে তাই বলছে।
তবে ভয়ের কথা হল এটাই অগাস্ট থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত থাকবে শনিমঙ্গলের সমশপ্তক যোগ। ফলে দেশে হিংসাত্মক আন্দোলন বা জঙ্গি হামলার আশঙ্কা হতে পারে।
২০৩০ সালে রোহিনী নক্ষত্রে গোচর করবে শনি। এরপরে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের আরও অবনতি হতে চলেছে। এর ফলে ভারতের প্রতিরক্ষা ও আর্থিক নীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছে জ্যোতিষীরা।
রাহুল মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করলেই সেই সন্ধিক্ষণে ১৭ই অক্টোবর থেকে ৩০ শে অক্টোবরের মধ্যে পিওকে- পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে বড়সড় কোন গন্ডগোল হতে পারে।