লক্ষ্য করলে দেখা যাবে ইদানিই বজ্রপাতের কথা বেশি শুনছেন। বজ্রপাতে মৃত্যুর কথাও ঘনঘন শুনে থাকবেন। এখন রাস্তাঘাটে থাকলে তো বিপদ। সেইসময় কী সাবধানতা নেবেন। পালাবার তো উপায় নেই। পরিস্থিতি বুঝে বাংলাদেশ সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। দেখা গিয়েছে মার্চ থেকে মে মাস পর্যন্ত বেশি বজ্রপাত হয়ে থাকে বাংলাদেশে।
ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময়ে সাধারণত বলা হয় কোনও ছাদের তলায় আশ্রয় নিতে। কিন্তু ওইসময় যদি আপনি বাইরে থাকেন তাহলে কী হবে? বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুত্ চমকানোর ৩০ সেকেন্ডের মধ্যে যদি শব্দ শুনতে পান তাহলে বুঝবেন আপনি আক্রান্ত হতে পারেন। দ্রুত ওই জায়গা থেকে সরে দাঁড়ান।
বিদ্যুত্ চমকানোর ৩০ সেকেন্ড পর যদি শব্দ শুনতে পারেন তাহলে বুঝবেন বজ্র আপনার কাছ থেকে দুরে সরে যাচ্ছে। আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। এইসময় সরে যেতে না পারলে বসে পড়ুন।
বজ্রপাত উঁচু জায়গায় আঘাত হানে। তাহলে গাছপাল বা বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে সরে যান। পুকুরে থাকলে জল থেকে উঠে পড়ুন।
একসঙ্গে অনেকজন থাকলে একে অন্যের কাছ থেকে অন্নত ৫০ ফুট দূরে চলে যান। ধাতব কোনও বস্তুর কাছে থেকে সরে যান। কোথাও পালাবার সুযোগ না থাকলে বসে পড়ে দুটি হাঁটু বুকের কাছে ভাঁজ করে মাথা ঢুকিয়ে নিন। কানে হাত চাপা দিন।