Asteroid Bennu hits Earth impact: এমনটাই ঘটতে পারে বলে সতর্ক করলেন বিজ্ঞানীরা! দিলেন ভয়ংকর দুর্যোগের সাবধানবাণী...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তীব্র কম্পনের সৃষ্টি হবে! হতে পারে ভয়াবহ ভূমিকম্প, ভয়ংকর দাবানল, প্রবল তাপের বিকিরণ!
ভূপৃষ্ঠে তৈরি হবে পারে সুগভীর গহ্বর, আর তা থেকে বাতাসে ছড়িয়ে পড়িয়ে পড়তে পারে প্রচুর পরিমাণে ধূলিকণা থেকে পাথর!
গ্রহাণু 'বেনু'-র সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগলে এমনটাই ঘটতে পারে বলে সতর্ক করলেন ভূবিজ্ঞানীরা।
ভূবিজ্ঞানীরা বলছেন, ২১৮২ সাল নাগাদ গ্রহাণু 'বেনু'-র সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগলেও লাগতে পারে।
তবে এই ধাক্কা লাগার সম্ভাবনা ২৭০০ ভাগের মধ্যে ১ ভাগ! কিন্তু যদি ধাক্কা লেগে যায়, তাহলে...
বাতাসে ১০০ থেকে ৪০০ মিলিয়ন টন ধুলো মিশবে! যেটা সারা বিশ্বে শীতকালের আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে।