When is Holi 2025: দোল হল রঙের উৎসব। প্রেম, আনন্দ, ভালোবাসার উৎসব। কিন্তু কবে এবার হোলি? ১৪ মার্চ, না ১৫ মার্চ?
হোলি বা দোল সাধারণত দুটি ফেজে হয়। হোলিকা দহন, আর রঙ্গোলি হোলি। প্রথমটিকে বলে ছোটি হোলি, দ্বিতীয়টিকে ধুলন্ডি বা ফাগুয়া।
হোলিকা দহনের নির্দিষ্ট সময় থাকে। পুরোহিতের সঙ্গে কথা বলে এর দিনক্ষণতিথিমুহূর্ত ইত্যাদি জানতে হয়। সাধারণত এটি সন্ধেবেলায় হয়।
এবছর রঙ্গোলি বা ফাগুয়া বা ধুলন্ডি বা দোল বা রং-খেলা হবে ১৪ মার্চ। একে অপরের গায়ে রং দেওয়া, এদিনই।
তবে হোলিকা দহনের মতো রঙ্গোলি বা ফাগুয়া বা ধুলন্ডি বা দোল বা রং-খেলার কোনও নির্দিষ্ট মুহূর্ত নেই। রং সাধারণত সারা দিন ধরেই খেলা হয়।
এবার পূর্ণিমা কিন্তু পড়ছে ১৩ মার্চ, সকাল ৬টা০৫-য়েই। পূর্ণিাম শেষ হচ্ছে পরদিন ১৪ মার্চ সকাল ৭টা ৫৩ মিনিটে।
দোল সারা ভারতে পালিত হলেও তা ব্রজধাম, মানে মথুরা-বৃন্দাবন, গোকুল, নন্দগাঁও, গোবর্ধন, বরসানায় অতি বিশিষ্ট। রাধাকৃষ্ণের প্রেমলীলাই এর উপজীব্য। দোল এবার আমাদের জন্য কী বয়ে আনছে, জানেন? প্রতিবারই যা বয়ে আনে। অশুভের উপর শুভের জয়। অপ্রেমের উপর প্রেমের জয়। রং-উৎসব আক্ষরিক ভাবেই আমাদের রঙিন করে তোলে।