PHOTOS

Holi 2025: কবে হোলি, ১৪, না, ১৫ মার্চ? পূর্ণিমা কবে এবং কখন পড়ছে? বসন্তোৎসবের বিশেষ তাৎপর্য জাননে তো?

When is Holi 2025: দোল হল রঙের উৎসব। প্রেম, আনন্দ, ভালোবাসার উৎসব। কিন্তু কবে এবার হোলি? ১৪ মার্চ, না ১৫ মার্চ?

Advertisement
1/6
দুই ধাপে!
দুই ধাপে!

হোলি বা দোল সাধারণত দুটি ফেজে হয়। হোলিকা দহন, আর রঙ্গোলি হোলি। প্রথমটিকে বলে ছোটি হোলি,  দ্বিতীয়টিকে ধুলন্ডি বা ফাগুয়া।

2/6
হোলিকা দহন
হোলিকা দহন

হোলিকা দহনের নির্দিষ্ট সময় থাকে। পুরোহিতের সঙ্গে কথা বলে এর দিনক্ষণতিথিমুহূর্ত ইত্যাদি জানতে হয়। সাধারণত এটি সন্ধেবেলায় হয়। 

3/6
কবে রং খেলা?
কবে রং খেলা?

এবছর রঙ্গোলি বা ফাগুয়া বা ধুলন্ডি বা দোল বা রং-খেলা হবে ১৪ মার্চ। একে অপরের গায়ে রং দেওয়া, এদিনই।

4/6
সারা দিন
সারা দিন

তবে হোলিকা দহনের মতো রঙ্গোলি বা ফাগুয়া বা ধুলন্ডি বা দোল বা রং-খেলার কোনও নির্দিষ্ট মুহূর্ত নেই। রং সাধারণত সারা দিন ধরেই খেলা হয়। 

5/6
কবে পূর্ণিমা?
কবে পূর্ণিমা?

এবার পূর্ণিমা কিন্তু পড়ছে ১৩ মার্চ, সকাল ৬টা০৫-য়েই। পূর্ণিাম শেষ হচ্ছে পরদিন ১৪ মার্চ সকাল ৭টা ৫৩ মিনিটে।

6/6
দোলের বিশেষ তাৎপর্য
দোলের বিশেষ তাৎপর্য

দোল সারা ভারতে পালিত হলেও তা ব্রজধাম, মানে মথুরা-বৃন্দাবন, গোকুল, নন্দগাঁও, গোবর্ধন, বরসানায় অতি বিশিষ্ট। রাধাকৃষ্ণের প্রেমলীলাই এর উপজীব্য। দোল এবার আমাদের জন্য কী বয়ে আনছে, জানেন? প্রতিবারই যা বয়ে আনে। অশুভের উপর শুভের জয়। অপ্রেমের উপর প্রেমের জয়। রং-উৎসব আক্ষরিক ভাবেই আমাদের রঙিন করে তোলে।





Read More