Maghi Purnima 2025: দীর্ঘ ১৪৪ বছর পর অতি বিরল যোগ! জানেন কবে পড়েছে মাঘী পূর্ণিমা? ঠিক কোন মুহূর্তে মিলবে মোক্ষলাভ? এই যোগে কোন কোন রাশি ভাগ্যে শুভ যোগ সৃ্ষ্টি হবে! জানতে চোখ রাখুন এই প্রতিবেদনটিতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবারের মাঘী পূর্ণিমায় ১৪৪ বছর পর সৃষ্টি হতে চলেছে শুভ যোগ। এইদিন মহাকুম্ভে অনুষ্ঠিত হতে চলেছে অমৃত স্নানযাত্রা। তবে এইবারের এই বিশেষ যোগের কারণে মাঘী পূর্ণিমায় স্নান এবং দানের মাধ্যমে ফুলে ফেঁপে উঠতে পারে সংসার।
এই শুভ দিনে স্নান করলে হতে পারে সকল পাপের নাশ। এইদিন ভগবান শিব ও বিষ্ণুর পুজো করলে পূরণ হয় সকল মনস্কামনা।
পূর্ণিমার এই দিন উপবাস করে সকল বিধিনিষেধ মেনে পূজার্চনা করলে গৃহে ফিরবে সুখ ও শান্তি। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তৈরি হতে চলেছে অত্যন্ত শুভ যোগ।
এই বারের মাঘী পূর্ণিমাকে ঘিরে সৃষ্টি হয়েছে কিছু বিভ্রান্তি। ১২ এবং ১৩ ফেব্রুয়ারির মধ্যে কোনদিন পালিত হবে মাঘী পূর্ণিমা, সে নিয়ে সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব। এখানে বলে রাখা ভালো, ১২ ফেব্রুয়ারিই পড়েছে মাঘী পূর্ণিমা।
এবারের মাঘী পূর্ণিমায় ১৪৪ বছর পর সৃষ্টি হতে চলেছে শুভ যোগ। শুভ যোগের কারণে এই দিন মহাকুম্ভে অনুষ্ঠিত হতে চলেছে অমৃত স্নান। এরই পাশাপাশি এই মাঘী পূর্ণিমার দিনে বাড়িতে সত্যনারায়ণ পূজো করলে অত্যন্ত শুভ হয় বলে মনে করা হয়।
কথিত আছে সারা মাঘ মাস জুড়েই গঙ্গা স্নান করা উচিত। তবে সবার পক্ষে তা সম্ভব হয় না, তাই এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে জীবনে সুখ এবং সমৃদ্ধির বৃদ্ধি হয় বলে মনে করছেন জ্যোতিষিবিদরা।
পূর্ণিমা তিথি শুরু হবে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ২২ মিনিটে। মাঘী পূর্ণিমার ব্রত পালন করতে হবে ১২ ফেব্রুয়ারি।
মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নান অনুষ্ঠিত হতে চলেছে এইদিনে। অমৃত স্নানের শুভ মুহূর্ত ১২ ফেব্রুয়ারি ভোর ৫টা ১৯ মিনিট থেকে ৬টা ১০ মিনিট। এই সময় গঙ্গায় স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান শিবের পূজার্চনা করলে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে। স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করার পাশাপাশি সকলকে গুড়, তিল, ঘি, ফল, শস্য, কম্বল ও গরম কাপড় দান করলে মিলবে শুভ ফল।
তীর্থক্ষেত্রের অন্যতম তীর্থরাজ প্রয়াগে কল্পবাস করে ত্রিবেণি স্নান করার অন্তিম তিথি হল এই মাঘী পূর্ণিমা। ধর্মীয় মান্যতা অনুযায়ী এই পবিত্র স্নান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। তাঁর আশীর্বাদে সুখ-সমৃদ্ধি, ধন-সম্পদ, সন্তান লাভ এবং মোক্ষ প্রাপ্তি হয়।
এই বারের মাঘী পূর্ণীমা মেষ রাশি (Aries), কর্কট রাশি(Cancer), কন্যা রাশিদের (Virgo) জন্য একটি শুভ যোগ সৃষ্টি করবে। এই রাশির জাতকদের দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছা পূরণ হতে চলেছে।