বলিউডে শাহরুখ-কাজল জুটি বেশিরভাগ সময়ই সুপারহিট গিয়েছে। DDLJ, বাজিগর, কুছ কুছ হোতা হ্যায় থেকে মাই নেম ইজ খান, পর্দায় শাহরুখ-কাজল-এর রোম্যান্স উপভোগ করেছেন দর্শক। কাজল যে শুধু শাহরুখের অভিনেত্রীই নন, ভালো বন্ধুও বটে। তবে একসময় কাজল সম্পর্কে আমিরকে শাহরুখ কী বলেছিলেন জানেন?
একটি সাক্ষাৎকারে শাহরুখ স্বীকার করে নেন, ''আমি যখন কাজলের সঙ্গে বাজিগরে কাজ করছি, তখন আমির আমায় কাজল সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, যেহেতু আমিরও ওর সঙ্গে কাজ করতে চেয়েছিল। আমি তখন আমিরকে বলি, ও খুব বাজে। কাজের প্রতি এক্কেবারেই মনোযোগী নয়। তুমি ওর সঙ্গে কাজ করতে পারবে না।''
শাহরুখ সেই সাক্ষাৎকারে পরে বলেন, ''আমি অবশ্য পরে আমিরকে বলি, ও কেমন তা জানি না, তবে পর্দায় ও ম্যাজিক্যাল।''
এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন, ''প্রথমদিকে শাহরুখের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব ছিল না। শ্যুটিয়ের ফাঁকে কাজল যখন অন্যান্য অভিনেতাদের সঙ্গে গল্প করতো, তখন আমি মেকআপ আর্টিস্টদের সঙ্গে মারাঠিতে গল্প করতে শুরু করতাম।''
সাক্ষাৎকারে কাজল আরও বলেন, '' প্রথমে ওর গলা শুনে ভেবেছিলাম, এটা কী! আমার মাথার মধ্যে চিড়বিড় করতো। আমি কথা বলতেই থাকতাম, বলতেই থাকতাম শাহরুখ বিরক্ত হয়ে আমায় চুপ করতে বলতো। পরে বন্ধুত্ব হয়ে যায়। তবে এখনও আমি যখন কথা বলতে থাকি ও বলে shut up''।
বর্তমানে শাহরুখ-কাজলের সম্পর্ক অবশ্য বেশ ভালো। কাজল যে একজন অসাধারণ অভিনেত্রী সেটা শাহরুখও বারবার বলেছেন। শাহরুখের কথায়, ''কাজল কোনও নিয়ম মেয়ে অভনিনয় করে না। ও হৃদয়, খুব স্বাভাবিক অভিনয় দক্ষতাতেই অভিনয় করে ফেলে। এমনকি আমার মেয়ে সুহানা ও অভিনেত্রী হতে চায়। আর আমি চাই, ও এটা কাজলের থেকে শিখুক। ও এমনিতে যাই হোক, পর্দায় এক্কেবারে বদলে যায়।''