Safest seat in flight: করমণ্ডল এক্সপ্রেস থেকে আমদাবাদে বিমান দুর্ঘটনা যেন গোটা দেশ আতঙ্কের ছায়ায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রত্যেক মানুষই যেন এখন ভয় পাচ্ছে কোথাও যাতায়াত করতে। বিমান, ট্রেন, গাড়ি, বাস এবং জাহাজে করে মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু বিপদের সময় কোন সিটে বসলে আপনি নিরাপদে থাকবেন, জেনে নিন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আকাশপথে যাতায়াতকে সবচেয়ে নিরাপদ ধরা হয়। কারণ বিমান সংস্থাগুলি খুব কড়াকড়িভাবে নিরাপত্তা বিধিনিষেধ মেনে চলে। এবং একইসঙ্গে এটি সবচেয়ে দ্রুততম যাতায়াত মাধ্যমগুলির মধ্যে একটি। আজকাল বিমানে যাতায়াত আগের চেয়ে অনেক বেশি সাধারণ হয়ে গিয়েছে।
সামনের দিকের আসনের বদলে পিছনের দিকে সিট বুক করা ভালো। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)-এর এক তথ্যে দেখা গিয়েছে, বিমানের পিছনের অংশে (শেষের এক-তৃতীয়াংশে) বসা যাত্রীদের মৃত্যুহার ৩২%—যেখানে মাঝখানের অংশে এই হার ৩৯% এবং সামনের অংশে ছিল ৩৮%।
এমন অনেকেই আছেন যাঁরা বিমানের চেয়ে বেশি ট্রেনে যাতায়াত করতে ভালোবাসেন। ট্রেনে যাতায়াত সবসময়ই রোমাঞ্চকর এবং উত্তেজনায় ভরা।
বিশেষজ্ঞদের মতে, ট্রেনে মাঝখানের দিকের সিট তুলনামূলকভাবে বেশি নিরাপদ। পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী, যদি ট্রেনে ১৩ থেকে ১৫টি কোচ থাকে, তাহলে ৬ষ্ঠ, ৭ম বা ৮ম কোচে থাকা বেশি নিরাপদ বলে ধরা হয়।
এর কারণ, যদি সামনের দিকে কোনও সংঘর্ষ হয় তাহলে ধাক্কাটা সবচেয়ে বেশি লাগে ইঞ্জিন ও সামনের কয়েকটি বগিতে। একইভাবে, যদি পিছন থেকে যদি আঘাত লাগে, তাহলে ক্ষতি হয় পেছনের বগিগুলোতে। ফলে, মাঝখানের কোচগুলি সামনে-পিছনের থেকে কিছুটা সুরক্ষিত থাকে।
একটি ট্রেনে আসলে কোন কোচ সবচেয়ে বেশি নিরাপদ, তা মূলত নির্ভর করে তাতে মোট কতটি বগি আছে।
গাড়িতে করে যাতায়াত খুবই সাধারণ। বেশিরভাগ সময় আমরা নিজেরাই গাড়ি চালাই। তাই যখন আপনি চালকের আসনে থাকেন, তখন পা ও প্যাডেলের মধ্যকার দূরত্ব এমনভাবে ঠিক করুন যাতে আপনি খুব সহজেই অ্যাক্সেলেটর, ব্রেক ও ক্লাচ নিয়ন্ত্রণ করতে পারেন। পাশাপাশি, গাড়ি চালানোর সময় সামনের দিকে যেন স্পষ্টভাবে দেখা যায়, সে অনুযায়ী সিটের উচ্চতাও ঠিক করে রাখতে হবে।
যদি আপনি প্যাসেঞ্জার হন, তাহলে চেষ্টা করবেন চালকের পিছনের বা মাঝের সিটে বসতে। কারণ যদি কোনও সময় গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় তবে এই সিটগুলি তুলনামূলকভাবে সবচেয়ে কম ধাক্কা খায় এবং নিরাপদ থাকে।
জাহাজে ট্রাভেল করার এক আলাদাই অনুভূতি। তবে আরামের পাশাপাশি নিরাপত্তার কথাও আপনাকে মাথায় রাখতে হবে। জাহাজ বা ক্রুজে ভ্রমণের সময় বিশেষজ্ঞের মত একেক রকম।আর তার পেছনে যুক্তিও রয়েছে।
কিছু বিশেষজ্ঞ মনে করেন, জাহাজের নিচতলার মাঝামাঝি বা ভিতরের কেবিনগুলি তুলনামূলকভাবে বেশি নিরাপদ—বিশেষ করে যাদের জাহাজের দুলুনি সহ্য হয় না, তাদের জন্য এটি উপযোগী।
আবার অন্য একদল বিশেষজ্ঞ মনে করেন, ডেকের কাছাকাছি কেবিন ভালো, যাতে প্রয়োজনে দ্রুত বাইরে বের হওয়া যায়। কেউ কেউ পরামর্শ দেন জাহাজের ওপরের তলা এবং ওপরের কেবিনগুলো নিতে, কারণ যদি জাহাজডুবির পরিস্থিতি হয়, তাহলে উপরের অংশটাই শেষ গিয়ে ডুববে।
তবে নিচের কেবিনগুলি এড়িয়ে চলাই ভালো, কারণ জাহাজে জল ঢুকলে তা প্রথমেই নিচের দিকেই প্রবেশ করে এবং ধীরে ধীরে উপরের দিকে আসে।
(Disclaimer: এই সম্পাদকীয় শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি। তথ্যসমূহ নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত হলেও বাস্তবে সব সময় এই নির্দিষ্ট আসন বা জায়গা পাওয়া সম্ভব নাও হতে পারে। তবে তা বলে অন্য আসনে বসা একেবারেই অনিরাপদ—তা নয়। যেহেতু এখনও নানা গবেষণা চলছে বিভিন্ন যানবাহনে সবচেয়ে নিরাপদ জায়গা চিহ্নিত করার জন্য, তাই সচেতনতা ও সাবধানতা থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।)