Nirmala Sitharaman Saree: প্রতিবছরই নির্মলা সীতারমনের শাড়ি মানুষের মনকে আকর্ষণ করে ৷ এবারের বাজেটে তিনি সাদা ও সোনালি পাড়ের মধুবনী শাড়ি পড়েছিলেন ৷ সঙ্গে লাল রঙের ম্যাচ করা ব্লাউজ ৷
পয়লা ফেব্রুয়ারি সকাল ১১ টায় অষ্টম বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। কেন্দ্রীয় বাজেটটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় গণতান্ত্রিক জোট (NDA) সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ আর্থিক বাজেট।
প্রতিবছরই নির্মলা সীতারমনের শাড়ি সবার নজড়কাড়ে। এবারও তা অন্যথা হয়নি। এবছরও নজর কাড়ল তাঁর বাজেট স্পেশাল শাড়ি ।
এদিন বাজেট পেশে যেমন গুরুত্ব থাকে তেমনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী কী শাড়ি পরলেন সেদিকেও নজর থাকে সকলের।
এবারের শাড়িটি ২০২১ সালে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত দুলারি দেবীর হাতে তৈরি। মিথিলা আর্ট ইন্সটিটিউট তৈরি করে মধুবনী শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি।
দুলারি দেবী বাজেট অধিবেশনে পরার জন্য এই শাড়িটি তৈরি করেন। বিহারের একটি বিখ্যাত হস্তশিল্প মধুবনী।
২০২৫ এর বাজেটসজ্জায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পরনে সাদা ও সোনালি পাড়ের মধুবনী শাড়ি। বলা হচ্ছে, মধুবনী শিল্পের প্রতি সম্মান প্রদর্শনে এই বাজেট পেশে এই সাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।