Pakistani terrorist Hasim Musa: একসময় পাকিস্তানি স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো, তদন্তকারীদের সন্দেহ পহেলগাঁও হামলার ব্লু-প্রিন্ট ছিল যার হাতে, কে এই হাশিম মুসা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও জঙ্গি হামলায় যে পাক যোগ রয়েছে তা আগেই বোঝা গিয়েছিল। কিন্তু এবার প্রায় তা স্পষ্ট হয়ে গিয়েছে অন্যতম মূল অভিযুক্ত হাশিম মুসা একেবারে পাক সেনার সদস্য।
পহলগাঁও জঙ্গি হামলায় যুক্ত এই জঙ্গি একসময় পাকিস্তানি স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো ছিল। রিপোর্ট বলছে, গত বছরই সে জম্মু ও কাশ্মীরে আসে। সেখানে নিরাপত্তা বাহিনী, স্থানীয়দের ওপর ৩ হামলায় জড়িত মুসা।
সূত্রের খবর, জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনী এবং কাশ্মীরি নন, এমন ব্যক্তিদের উপর হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল মুসাকে।কাশ্মীরের ঘটনায় তদন্তকারীদের সন্দেহ পহেলগাঁও হামলার ব্লু-প্রিন্ট ছিল এই মুসার হাতেই।
শুধু পহেলগাঁওই নয়, গত বছর অক্টোবর গাগাঙ্গিরে গ্যান্ডারবালে ছয়জন অ-স্থানীয় এবং একজন ডাক্তারকে হত্যার পেছনেও ছিল এই অভিযুক্ত মুসা। কাশ্মীরের বারামুলায় হামলার সঙ্গেও যুক্ত ছিল এই কট্টরপন্থী জঙ্গী।
পাকিস্তান সেনাবাহিনী মুসাকে তার পদ থেকে বরখাস্ত করে। এরপরে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি) তে যোগ দেয় হাশিম। ধারণা, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ভারতে অনুপ্রবেশ করে হাশিম। মূলত শ্রীনগরের কাছে কাশ্মীরের বুদগাম জেলায় ছিল হাশিমের আস্তানা।
সম্ভবত মুসাকে 'পাকিস্তানের স্পেশ্যাল সার্ভিস ফোর্সেস ধার দিতে পারে' লস্করকে। এক্ষেত্রে রিপোর্টে উঠে আসছে পাকিস্তানের স্পেশ্যাল সার্ভিস গ্রুপ বা এসএসজির তথ্য। পাকিস্তানি স্পেশ্যাল ফোর্সের প্যারা কমান্ডোরা বিরল যুদ্ধ কৌশলে তুমুলভাবে প্রশিক্ষিত হয়। এরা গা ঢাকা দিয়ে কোনও কোভার্ট অপারেশন চালাতে সিদ্ধহস্ত!
পাকিস্তানের এসএসজি হল খুবই উচ্চ সামরিক প্রশিক্ষিত প্যারা কমান্ডো। এরা যে কোনও পরিস্থিতিতে কাজ করতে পারে। সবথেকে বড় কথা এদের অচিরাচরিত যুদ্ধকৌশল এবং কঠিন প্রশিক্ষণের মাধ্যমে এদের মানসিক শক্তি, শারীরিক সক্ষমতা, কৌশল, বিভিন্ন ধরনের পরিকল্পনা তৈরি, অত্যাধুনিক অস্ত্র তালিম এমনকী খালি হাতে যুদ্ধ প্রশিক্ষণ দিয়ে আত্মরক্ষার জন্য নির্বিচারে যে কোনও পদ্ধতি অবলম্বনের শিক্ষা দেওয়া হয়।