Sunjay Kapur’s first wife Nandita Mahtani: সঞ্জয়ের জীবন হার মানাবে বলিউডের চিত্রনাট্যকেও। কিন্তু তাঁর প্রথম স্ত্রী নন্দিতা মাহতানির জীবনও কম রঙিন নয়! প্রথম যে পাত্রীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন, তার সঙ্গে প্রেম করেছেন শ্যালক রণবীর কাপুরও!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পোলো খেলার মাঝেই মুখে ঢুকে যায় মৌমাছি। আর সেই থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছরেই প্রয়াত হয়েছেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুর।
তারপর থেকেই করিশ্মার প্রাক্তন স্বামীকে নিয়ে কৌতুহলের শেষ নেই। জল গড়িয়েছে তাঁর প্রথম স্ত্রী নন্দিতা মেহতানিকে নিয়েও। হ্যাঁ, সঞ্জয়ের ১ম স্ত্রী মোটেও নন করিশ্মা। বরং, এই ব্যবসায়ীর প্রথম স্ত্রী ছিলেন ফ্যাশন ডিজাইনার এবং সমাজকর্মী নন্দিতা মাহতানি।
তিনি সেলেব্রিটি ফ্যাশন ডিজ়াইনার এবং স্টাইলিস্ট। বিরাট কোহলি, ক্যাটরিনা কইফ এবং শাহরুখের স্ত্রী গৌরী খানের স্টাইলিস্ট হিসাবে জানা যায় তাঁকে।
১৯৯৬ সালে সঞ্জয় ও নন্দিতা বিয়ে করেন। নন্দিতার ভাই, ভরতও একজন বড় ব্যবসায়ী। তাঁর বোন অনু বিলিয়নেয়ার সঞ্জয় হিন্দুজার স্ত্রী।
নন্দিতা এবং সঞ্জয় কাপুর নব্বইয়ের দশকে মাত্র ৪ বছর বিবাহিত ছিলেন। ২০০০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। যদিও এই নন্দিতার উপর ভীষণ রকম ভাল লাগা ছিল রণবীর কপূরের।
বলিউডে কান পাতলেই শোনা যায়, মাসখানেক প্রথম স্বামীর শ্যালকের সঙ্গে চুটিয়ে প্রেমও করেছিলেন নন্দিতা মেহতানি।
২০০০ সালে দিনো মোরিয়ার সঙ্গে ডেটিং করেছিলেন এবং তাঁর সঙ্গে প্লেগ্রাউন্ড নামে একটি ফ্যাশন ব্র্যান্ড শুরু করেন। বছর খানেক দুজনের বেশ মাখোমাখো সম্পর্ক ছিল।
বহু বছর পর আবার বিদ্যুৎ জাম্বওয়ালের সঙ্গে সম্পর্কে জড়ান নন্দিতা। বাগ্দানও হয়ে গিয়েছিল তাঁদের। বছর দুয়েক বাদে ভেঙে যায় নন্দিতার সেই সম্পর্কও।
২০১২ সাল থেকে নন্দিতা অনেক বলিউড সেলিব্রিটির স্টাইলিস্ট হিসাবে কাজ করেছেন এবং ইদানীং ক্রিকেটার বিরাট কোহলিকে সাজানোর জন্য তিনি নজরে।