PHOTOS

Swara Bhasker Husband Fahad Ahmed: যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে, জানুন স্বরার জীবনসঙ্গীর আসল পরিচয়...

Advertisement
1/6
কে ফাহাদ আহমেদ?
কে ফাহাদ আহমেদ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফাহাদ আহমেদের সঙ্গে আইনি বিয়ে সারলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সরকার বিরোধী প্রতিবাদী মঞ্চে একে অপরের প্রেমে পড়েন তাঁরা। কে এই ফাহাদ আহমেদ?

 

2/6
কে ফাহাদ আহমেদ?
কে ফাহাদ আহমেদ?

অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ। সমাজবাদী যুবযান সভার মহারাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি। ২০২২ সালের ১ অগস্ট সমাজবাদী পার্টি জয়েন করেন তিনি।

 

3/6
কে ফাহাদ আহমেদ?
কে ফাহাদ আহমেদ?

মুম্বইয়ের এই যুবনেতা স্নাতক পাস করেছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে। এরপর সোশ্যাল ওয়ার্কে এমফিল করেন টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স থেকে। সেখানেই ইউনিয়নের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন তিনি।

 

4/6
কে ফাহাদ আহমেদ?
কে ফাহাদ আহমেদ?

১৯৯২ সালে ২ ফেব্রুয়ারি বাহেরিতে জন্মগ্রহণ করেন ফাহাদ। বয়সে স্বরার থেকে চার বছরের ছোট ফাহাদ।

 

5/6
কে ফাহাদ আহমেদ?
কে ফাহাদ আহমেদ?

সারাদেশ জুড়ে CAA/ NRC বিরোধী আন্দোলনে যোগদান করেছিলেন ফাহাদ। একসঙ্গে অনেক ব়্যালিতে তিনি নেতৃত্ব দিয়েছেন।

 

6/6
কে ফাহাদ আহমেদ?
কে ফাহাদ আহমেদ?

৬ জানুয়ারি স্পেশাল অ্যাক্টে কোর্ট ম্যারেজ করেন। আগামী মাসেই সামাজিক বিয়ে করবেন স্বরা ও ফাহাদ।





Read More